TRENDING:

Vegetable Price Hike: মুখ‍্যমন্ত্রীর নির্দেশে বাজারে টাস্ক ফোর্স, দেখুন সবজির দামের নতুন তালিকা

Last Updated:

Vegetable Price Hike: মঙ্গলবার, মুখ‍্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার সকাল হতেই কলকাতা থেকে জেলার বাজারগুলিতে দেখা যায় টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বাজারের ব্যাগ ভরাতে গিয়ে রীতিমত নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। ঊর্ধ্বমুখী প্রায় প্রতিটা সবজির বাজার মূল্য। আগে বাজারে যে সমস্ত সবজি অল্প দামে পাওয়া যেত, সেই সকল সবজির দাম এখন বেড়েছে অনেকটাই। বিশেষজ্ঞদের দাবি, দেরিতে বর্ষা ঢোকার কারণে এবং বৃষ্টিপাতের ঘাটতির কারণের জন‍্য সবজি উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। সেই কারণেই আকাশচুম্বি আনাজের দাম।
মুখ‍্যমন্ত্রীর নির্দেশে বাজারে টাস্ক ফোর্স
মুখ‍্যমন্ত্রীর নির্দেশে বাজারে টাস্ক ফোর্স
advertisement

আরও পড়ুনঃ তালিকায় ১৮০ জনেরও বেশি, মমতার ক্ষোভের পরই বদলির নির্দেশ নবান্নের! প্রশাসনে শোরগোল

গত মঙ্গলবার, নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করে দশ দিনের মধ্য দাম কমানোর জন্য সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার, মুখ‍্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার সকাল হতেই কলকাতা থেকে জেলার বাজারগুলিতে দেখা যায় টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের।

advertisement

সুফল বাংলার দাম

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত কয়েকদিনের তুলনায় আজ কিছুটা কমছে দাম। পর্যাপ্ত বৃষ্টি হল ফের নিযন্ত্রণে আসবে আনাজের দামদর। একনজরে মানিকতলা বাজারের আজকের বাজার দর দেখে নেওয়া যাক- বেগুন ১২০, পটল ৬০, ঝিঙে ৮০, উচ্ছে ৮০, সজনে ডাঁটা ২৬০, ক্যাপসিক্যাম ১২০, বিন ২০০, কাঁচা লঙ্কা ১৫০, ভেন্ডি ৭০, ট‍্যমাটো ৮০, লাউ ৪০, চিচিংগা ৬০, পেঁপে ৫০/৬০, কুমড়ো ৪০, ওল ১২০, শশা ৭০, কাঁচকলা ১৫ টাকা, জোড়া গাজর ৫০, কচু ৮০, জ্যোতি আলু ৩৫, চন্দ্রমুখী আলু ৪০, পেঁয়াজ ৫০, আদা ২৫০, রসুন ৩০০।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Vegetable Price Hike: মুখ‍্যমন্ত্রীর নির্দেশে বাজারে টাস্ক ফোর্স, দেখুন সবজির দামের নতুন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল