TRENDING:

Vegetable Price Hike: লঙ্কা খাওয়া এবার ছাড়তে হবে, টম্যাটোও বাদ রান্না থেকে? কালোবাজারি নিয়ে বিস্ফোরক বিক্রেতারাই

Last Updated:

Vegetable Price Hike: দুর্গাপুজোর আগে পকেটে বিরাট কোপ৷ অগ্নিমূল্য বাজারে আকাশছোঁয়া সবজির দাম৷ বাজারে লঙ্কা, ধনেপাতা কিনতে গিয়ে দামের ঝালে চোখে জল আসতে চলেছে আম বাঙালির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দুর্গাপুজোর আগে পকেটে বিরাট কোপ৷ অগ্নিমূল্য বাজারে আকাশছোঁয়া সবজির দাম৷ পাইকারি বাজারে সে অর্থে সবজির দাম না বাড়লেও খুচরো বাজারে যে যেভাবে পারছে দাম হাঁকাচ্ছে৷ যা কিনতে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের৷
লঙ্কা খাওয়া এবার ছাড়তে হবে, টম্যাটোও বাদ রান্না থেকে? কালোবাজারি নিয়ে বিস্ফোরক বিক্রেতারাই
লঙ্কা খাওয়া এবার ছাড়তে হবে, টম্যাটোও বাদ রান্না থেকে? কালোবাজারি নিয়ে বিস্ফোরক বিক্রেতারাই
advertisement

বাজারে লঙ্কা, ধনেপাতা কিনতে গিয়ে দামের ঝালে চোখে জল আসতে চলেছে আম বাঙালির। একলাফে হুড়মুড়িয়ে দাম বেড়েছে লঙ্কা, ধনেপাতা আদা, রসুন, টম্যাটোর মতো রান্নাঘরের অতি প্রয়োজনীয় সবজিগুলির। অথচ মজার বিষয় এদের মধ্যে একটা সবজি ও এই মুহূর্তে রাজ্যের ক্ষেত থেকে নয় বরং অন্য রাজ্য থেকে আমদানি হচ্ছে।

আরও পড়ুন-শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

advertisement

লঙ্কা আসছে নাগপুর থেকে তো ধনেপাতা আসছে ব্যাঙ্গালোর থেকে। অপরদিকে টম্যাটো, আদা, রসুনের জন্য ভরসা সেই মহারাষ্ট্র। তাহলে কি বন্যার জুজু দেখিয়ে দাম বাড়ানো হচ্ছে? বিক্রেতাদের বক্তব্য বন্যার জন্য সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে, তার সুযোগ এই বাড়ছে দাম। তবে রসুন নিয়ে সরাসরি কালোবাজারির অভিযোগ করলেন বিক্রেতা নিজেই।

একঝলকে দেখে নিন আজকের সবজির বাজারদর-

advertisement

কাঁচা লঙ্কা -৯০ -২০০

ধনেপাতা – ১৫০- ৫০০

আদা কাঁচা – ৮০-১০০

শুকনো আদা – ২৫০

রসুন – ৩৫০-৪০০

আরও পড়ুন-    দিঘায় এবার তুলকালাম কাণ্ড…! কী এমন ঘটল? শুনেই সাগরে ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, জানলে চমকে যাবেন আপনিও!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সবজির দামে ছ্যাঁকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত না আসতে পারছে না। জল জমার কারণে অনেক রাস্তাই অবরুদ্ধ হয়ে পড়েছে৷ ফলে দীর্ঘক্ষণ ধরে গাড়ি আটকে থাকছে৷ সবজি পচে যাচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে৷ আর সেটা পুষিয়ে নিতেই দাম বাড়াচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Vegetable Price Hike: লঙ্কা খাওয়া এবার ছাড়তে হবে, টম্যাটোও বাদ রান্না থেকে? কালোবাজারি নিয়ে বিস্ফোরক বিক্রেতারাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল