শুক্রবার বাণিজ্যিক যাত্রা শুরু করা হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের অনবোর্ড ক্যাটারিং মেনুতে মাছ বা মাংসের মতো কোনও আমিষ খাবার না থাকায় বিতর্কের সূত্রপাত। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তৃণমূল নেতারা বিজেপির বিরুদ্ধে ‘সরকারি নীতির মাধ্যমে নিরামিষবাদ চাপিয়ে দেওয়ার’ অভিযোগ তুলেছেন এবং একে বাংলার খাদ্যসংস্কৃতির উপর আঘাত বলে দাবি করেছেন।
রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! মেরামতির কারণেই এই সিদ্ধান্ত, যেতে হবে বিকল্প পথে!
advertisement
তৃণমূল রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই সিদ্ধান্ত বাঙালি যাত্রীদের খাদ্যাভ্যাসকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। তাঁর বক্তব্য, “মাছ-ভাত বাঙালির খাদ্যসংস্কৃতির অঙ্গ। ট্রেনে নিরামিষ ও আমিষ—দু’ধরনের খাবারেরই বিকল্প থাকা উচিত। যাত্রীদের নিজেদের পছন্দ অনুযায়ী খাবার বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকা দরকার।” একই সঙ্গে তিনি মেনুতে আমিষ খাবার ফেরানোর দাবি জানান।
এ ছাড়াও কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, অন্যান্য বন্দে ভারত ট্রেনে যে ‘নো-ফুড’ অপশন থাকে, হাওড়া–কামাখ্যা রুটে তা রাখা হয়নি। ফলে যাত্রীদের নির্দিষ্ট ক্যাটারিং ব্যবস্থার উপর নির্ভর করতেই হচ্ছে।
অন্য দিকে, বিজেপি এই অভিযোগ খারিজ করে বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলে দাবি করেছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, খাবারের পছন্দ সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। তাঁর প্রশ্ন, “যাত্রীদের যদি আমিষ খাবার চাই, তা হলে তাঁরা রেল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবেন। এতে বিজেপির নাম জড়ানো হচ্ছে কেন?”
টিএমসির অভিযোগের পাল্টা হিসেবে বিজেপি আরও দাবি করেছে, এর আগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মিড-ডে মিল প্রকল্প থেকে আমিষ খাবার তুলে দিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে শাসকদলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তোলে বিজেপি।
এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় রেলের তরফে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নতুন বন্দে ভারত স্লিপার পরিষেবায় খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক ও জনসমক্ষে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে।
