TRENDING:

‘যাত্রীদের পছন্দের স্বাধীনতা থাকতে হবে’! বন্দে ভারত স্লিপারের নিরামিষ মেনু ঘিরে তৃণমূল–বিজেপি তরজা

Last Updated:

Veg-Only Menu On Vande Bharat Sleeper: হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধু নিরামিষ খাবার থাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক বিতর্ক, বাংলার খাদ্যসংস্কৃতি নিয়ে চর্চা তুঙ্গে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া–কামাখ্যা রুটে চালু হওয়া দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে নিরামিষ খাবারের মেনু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ইস্যুতে মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু হয়েছে সম্প্রতি ৷ এর মধ্যেই নতুন ট্রেনের খাবারে শুধু নিরামিষ পদের খাবার থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অনলাইন মাধ্যমে এই ট্রেনের টিকিট যাঁরা কাটছেন, তাঁদের সামনে কেবল নিরামিষ খাবারের তালিকাই থাকছে। আমিষের বিকল্প দেওয়া হচ্ছে না। যা নিয়ে শুরু হয়েছে চর্চা ৷
হাওড়া–কামাখ্যা বন্দে ভারত ট্রেনের নিরামিষ মেনুতে রাজনৈতিক বিতর্ক
হাওড়া–কামাখ্যা বন্দে ভারত ট্রেনের নিরামিষ মেনুতে রাজনৈতিক বিতর্ক
advertisement

শুক্রবার বাণিজ্যিক যাত্রা শুরু করা হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের অনবোর্ড ক্যাটারিং মেনুতে মাছ বা মাংসের মতো কোনও আমিষ খাবার না থাকায় বিতর্কের সূত্রপাত। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তৃণমূল নেতারা বিজেপির বিরুদ্ধে ‘সরকারি নীতির মাধ্যমে নিরামিষবাদ চাপিয়ে দেওয়ার’ অভিযোগ তুলেছেন এবং একে বাংলার খাদ্যসংস্কৃতির উপর আঘাত বলে দাবি করেছেন।

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! মেরামতির কারণেই এই সিদ্ধান্ত, যেতে হবে বিকল্প পথে!

advertisement

সোনার দামের নেপথ্যেও তাঁরই ‘খেল’? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বর্ণ মূল্যে ৭০ শতাংশ লাফ! থামবে নাকি আরও বাড়বে?

তৃণমূল রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই সিদ্ধান্ত বাঙালি যাত্রীদের খাদ্যাভ্যাসকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। তাঁর বক্তব্য, “মাছ-ভাত বাঙালির খাদ্যসংস্কৃতির অঙ্গ। ট্রেনে নিরামিষ ও আমিষ—দু’ধরনের খাবারেরই বিকল্প থাকা উচিত। যাত্রীদের নিজেদের পছন্দ অনুযায়ী খাবার বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকা দরকার।” একই সঙ্গে তিনি মেনুতে আমিষ খাবার ফেরানোর দাবি জানান।

advertisement

এ ছাড়াও কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, অন্যান্য বন্দে ভারত ট্রেনে যে ‘নো-ফুড’ অপশন থাকে, হাওড়া–কামাখ্যা রুটে তা রাখা হয়নি। ফলে যাত্রীদের নির্দিষ্ট ক্যাটারিং ব্যবস্থার উপর নির্ভর করতেই হচ্ছে।

অন্য দিকে, বিজেপি এই অভিযোগ খারিজ করে বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলে দাবি করেছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, খাবারের পছন্দ সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। তাঁর প্রশ্ন, “যাত্রীদের যদি আমিষ খাবার চাই, তা হলে তাঁরা রেল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবেন। এতে বিজেপির নাম জড়ানো হচ্ছে কেন?”

advertisement

টিএমসির অভিযোগের পাল্টা হিসেবে বিজেপি আরও দাবি করেছে, এর আগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মিড-ডে মিল প্রকল্প থেকে আমিষ খাবার তুলে দিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে শাসকদলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তোলে বিজেপি।

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়-জঙ্গলে সব পশুকে এক ডাকে ফেরাত এই বাঁশি, আদিম বাদ্যযন্ত্র রাই জনজাতির আত্মা
আরও দেখুন

এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় রেলের তরফে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নতুন বন্দে ভারত স্লিপার পরিষেবায় খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক ও জনসমক্ষে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘যাত্রীদের পছন্দের স্বাধীনতা থাকতে হবে’! বন্দে ভারত স্লিপারের নিরামিষ মেনু ঘিরে তৃণমূল–বিজেপি তরজা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল