TRENDING:

Suvendu Adhikari: একাধিক সমস্যা, বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মালা দিতে না পারার অভিযোগ শুভেন্দুর! পাল্টা জবাব তৃণমূলেরও

Last Updated:

বিকেল সাড়ে ৪টে নাগাদ শুরু হয় মিছিল৷ পথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েক জন কংগ্রেস সমর্থক তাঁকে পতাকা দেখান। তা নিয়ে সামান্য উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও নিজের গন্তব্যের দিকে এগোতে থাকেন শুভেন্দু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত শুক্রবার নয়াদিল্লি থেকে ‘বন্দে মাতরম’ জাতীয় গানের সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী ১ বছর চলবে এই উদযাপন অনুষ্ঠান৷ রাষ্ট্র গানের সম্মানে এদিনই বিশেষ মুদ্রা ও ডাকটিকিটের প্রকাশ করেছে প্রধানমন্ত্রী৷
News18
News18
advertisement

অন্যদিকে, এই উদযাপনকে ঘিরেই বঙ্গে বাঙালি অস্মিতায় শান দিতে চাইছে বঙ্গ বিজেপি৷ শুক্রবার বিষয়টি সামনে রেখে উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি থেকে কলেজস্ট্রিট পর্যন্ত মিছিল করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিকেল সাড়ে ৪টে নাগাদ শুরু হয় মিছিল৷ পথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েক জন কংগ্রেস সমর্থক তাঁকে পতাকা দেখান। তা নিয়ে সামান্য উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও নিজের গন্তব্যের দিকে এগোতে থাকেন শুভেন্দু।

advertisement

আরও পড়ুন: ‘বন্দে মাতরম গান নয়, একটা মন্ত্র..,’ প্রধানমন্ত্রী মোদির হাতেই শুরু বর্ষব্যাপী ১৫০ বছর পূর্তি উদযাপন

এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করার কথা ছিল শুভেন্দুর। কিন্তু যে রাস্তা দিয়ে তাঁর যাওয়ার কথা, অভিযোগ, সেই রাস্তার অত্যন্ত বেহাল পরিস্থিতি। একেবারেই এবড়ো খেবড়ো। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ‘‘তিনি আসবেন বলেই ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে।’’

advertisement

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘যেই শুনেছে আমি আসব, ইচ্ছা করে কালকে রাস্তা খুঁড়ে দিয়েছে।’’ অভিযোগ, এরপরে এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়েই বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারে এসে পৌঁছন তিনি। কিন্তু সেখানে পৌঁছানোর পথে তাঁকে বেগ পেতে হয়। গ্রন্থাগারের গেটও সেই সময় বন্ধ করে ছিল বলে অভিযোগ। শুভেন্দু বলেন, ‘‘বাঙালি দেখুন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের প্রতি কতটা অপমান। ফাঁকা বুদ্ধিজীবীদের দেখান এই রাস্তা।’’

advertisement

আরও পড়ুন: পথকুকুরদের পাশাপাশি ভবঘুরে গবাদি পশু নিয়েও নির্দেশ! বড় রাস্তার ধারে থাকবে না গরু, ছাগল…ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এই অভিযোগের প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘‘যাঁরা বন্দে মাতরম স্লোগানটার মর্ম বোঝেন না। যাঁদের স্বাধীনতা আন্দোলনে কোনও ভূমিকা নেই। যাঁরা বাংলাকে অপমান করেন, যাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেন, যাঁরা জনগণমনকে অপমান করেন, তাঁরা আজকে নাটক করছেন। তাঁদের বন্দে মাতরম বলার কোনও নৈতিক অধিকারই নেই।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকড়ার লেজার কাপড় কাটিং কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা
আরও দেখুন

তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘উন্নয়নের জন্য রাস্তা খুঁড়তে হয়। কবে শুভেন্দু অধিকারী আসবেন, উন্নয়ন বন্ধ থাকবে, রাস্তার কাজ বন্ধ থাকবে, এরকম অন্যায় আবদার তো কেউ শোনেননি।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: একাধিক সমস্যা, বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মালা দিতে না পারার অভিযোগ শুভেন্দুর! পাল্টা জবাব তৃণমূলেরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল