কী কী সুবিধা থাকছে তাঁদের জন্য? ভাড়াই বা কত? বন্দে ভারতকে নিয়ে এমন আরও অজস্র কৌতূহল মেটালেন পূর্ব রেল কর্তৃপক্ষ। কী কী খাবার থাকবে এই ট্রেনের সফরে? জানা গিয়েছে তা-ও। বন্দে ভারতের মেনুতে আমিষ-নিরামিষ দু'ধরনের খাবারই থাকবে। পাওয়া যাবে, ফ্রুট জুস, জলের বোতল। ব্রেকফাস্টে থাকবে কাপ কেক, পনির পকোড়া, ক্রিম রোল, কচুরী, কালাকাঁদ, ফিস ফিঙ্গার, স্যান্ডুউচ, চা/কফি।
advertisement
আরও পড়ুন: কোভিড বাড়লে কী হবে? বহরমপুর মাতৃ সদনে মকড্রিল স্বাস্থ্য দফতরের
এর পর লাঞ্চে পাওয়া যাবে, ফিস ফ্রাই/পনির পনির বাটার মশালা/চিকেন কষা, পোলাও, ভাজা, পরোটা, পাঁপড়, দই, রসগোল্লা। স্ন্যাক্স হিসেবে থাকবে, সিঙাড়া, ভুজিয়া, সন্দেশ, জুস, চা, জলের বোতল। ডিনারে পাওয়া যাবে, টমেটো স্যুপ, মটর পোলাও, ডাল ফ্রাই, কড়াই চিকেন/পনির, ভাজি, দই। উদ্বোধনের দিন থেকেই বন্দে ভারতের মেনুতে এগুলি থাকবে বলে রেল সূত্রে খবর।
আরও পড়ুন: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই
দ্রুতগামী ট্রেন বন্দে ভারত সমতলের সঙ্গে পাহাড়কে জুড়বে সাড়ে ৭ ঘণ্টায়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির রেলপথের দূরত্ব ৫৫৬ কিলোমিটার। শতাব্দী এক্সপ্রেসে এই একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ৮ ঘণ্টা ২০ মিনিট। বন্দে ভারত সেই দূরত্ব কমিয়ে আনবে আরও ৫০ মিনিট।