পর্ষদ সূত্রের খবর, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত৷ ৩১ অক্টোবরের পর থেকেই মেধা তালিকায় থাকা প্রার্থীরা, কল লেটার ডাউনলোড করতে পারবেন। কোন কোন বিষয়ের কবে কবে কাউন্সেলিং, তার বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে এসএসসি। ৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত হবে মেধাতালিকায় থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিং। বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।
advertisement
২০১৪ সালে নেওয়া হয়েছিল পরীক্ষা৷ মাঝে পেরিয়ে গিয়েছে প্রায় ৯ বছর৷ অবশেষে, গত ২৩ অগাস্ট প্রকাশ করা হয় প্যানেল৷ কিন্তু, প্যানেল প্রকাশিত হলেও নিয়োগ কবে হবে, তা ঘোষণা করা হয়নি এতদিন পর্যন্ত৷
পুজোর আগে কার্যত যা নিয়ে হতাশা চরমে পৌঁছয় চাকরিপ্রার্থীদের একাংশের৷ সপ্তাহ খানেক আগেই নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ী থেকে দক্ষিণ কলকাতার কালীঘাট৷ বিক্ষোভে পথে নামেন উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের একাংশ৷ যা ঘিরে করুণাময়ী কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়৷ পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বাধে৷ রীতিমতো পাঁজাকোলা কোলা করে প্রিজন ভ্যানে তোলা হয় একাধিক আন্দোলনকারী চাকরিপ্রার্থীকে৷
আরও পড়ুন: শহরে শাহ-নাড্ডা, দুর্গাপুজোয় বিজেপির ‘ডেলি প্যাসেঞ্জারি’ নিয়ে বিস্ফোরক অভিষেক
চাকরিপ্রার্থীদের একটাই দাবি ছিল, প্যানেল প্রকাশ হয়ে গিয়েছে, এবার যেন তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায়৷ অবশেষে, সেই প্রক্রিয়া শুরু করল পর্ষদ৷