TRENDING:

Mamata Banerjee: হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে চাকিরপ্রার্থীদের বিক্ষোভ, হতচকিত পুলিশ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Last Updated:

এ দিন হাজরা মোড়ে ২০১৪ সালের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পৌঁছে গেলেন চাকরিপ্রার্থীরা৷ মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই রাস্তার উপরে বসে, শুয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিয়োগের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করলেন বিক্ষোভকারীরা৷
বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে সরিয়ে দেয় পুলিশ৷
বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে সরিয়ে দেয় পুলিশ৷
advertisement

আচমকা এই ঘটনায় প্রাথমিক ভাবে পুলিশও হতচকিত হয়ে পড়ে৷ তবে কিছুক্ষণের মধ্যেই প্রিজন ভ্যান নিয়ে এসে চাকরিপ্রার্থীদের কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ৷ তবে এই ঘটনায় ফের একবার পুলিশের ভূমিকা এবং মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

এ দিন হাজরা মোড়ে ২০১৪ সালের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ছিল৷ নিয়োগের দাবিতে তাঁরাও শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরার মূর্তি নীচে টানা অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন৷ সেই কর্মসূচির ৫৫৫ তম দিনে এ দিন হাজরায় বিক্ষোভ দেখানোর কথা ছিল ওই চাকরিপ্রার্থীদের৷ হাজরা মোড়ের এই কর্মসূচি অবশ্য পূর্ব নির্ধারিতই ছিল৷

advertisement

আরও পড়ুন: বেজায় চাপে জাদুকর! ইডি দফতরে হাজির পি সি সরকার জুনিয়র! তুমুল জল্পনা শুরু

কিন্তু সেখান থেকেই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে কাছে হরিশ চ্যাটার্জী স্ট্রিটের মুখে পৌঁছে যান পঞ্চাশ জনেরও বেশি মহিলা চাকরিপ্রার্থী৷ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই রাস্তার উপরে বসে পড়েন ওই চাকরিপ্রার্থীরা৷ কেউ কেউ স্লোগান দিতে দিতে রাস্তার উপরে শুয়েও পড়েন৷

advertisement

স্বভাবতই এই পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিশ৷ কিন্তু পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশকর্মী না থাকায় অতজন মহিলা বিক্ষোভকারীদের সরানো সম্ভব হয়নি৷ তার পরেই পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী নিয়ে এসে বিক্ষোভকারীদের কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় ফাঁক সামনে এসেছে৷ মুখ্যমন্ত্রীর বাড়ির পাশের আদি গঙ্গা পেরিয়েও তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন চাকরিপ্রার্থীরা৷ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর বাড়ির কার্যত ভিতর থেকেই লুকিয়ে থাকা এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে চাকিরপ্রার্থীদের বিক্ষোভ, হতচকিত পুলিশ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল