TRENDING:

উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে ফের শিক্ষামন্ত্রীর দ্বারস্থ চাকরিপ্রার্থীরা, পেলেন 'বড়' আশ্বাস

Last Updated:

এদিন তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিয়োগ নিয়ে ফের শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। বুধবার তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন তাঁরা। দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়োগ নিয়ে যাতে দ্রুত আদালতে প্যানেল পেশ করা যায় তার জন্যই চাকরিপ্রার্থীরা এদিন ফের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান।
ব্রাত্য বসু
ব্রাত্য বসু
advertisement

চাকরিপ্রার্থীদের দাবি তাঁদের সামনেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ফোন করে নিয়োগ সম্পর্কে জানতে চান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। নিয়োগ নিয়ে কেন দেরি হচ্ছে সে বিষয়ে সম্পর্কেও জানতে চান চেয়ারম্যানের থেকে। যদিও চেয়ারম্যান শিক্ষামন্ত্রীকে জানান, একটু সময় লাগলেও দ্রুত উচ্চ প্রাথমিকের মেধাতালিকা হাইকোর্টে পেশ করা হবে কমিশনের তরফে। যদিও শিক্ষামন্ত্রী চেয়ারম্যানকে নির্দেশ দেন যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায় সেই বিষয় নিয়ে আরও তৎপর হতে, এমনটাই চাকরিপ্রার্থীদের দাবি। শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর চাকরিপ্রার্থীদের তরফে সুশান্ত ঘোষ বলেন "নিয়োগ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে। শিক্ষামন্ত্রী আমাদের সামনেই এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। নিয়োগ নিয়ে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটা সদুত্তর পাব।"

advertisement

আরও পড়ুন: 'যদি ঢিল মারতেই হয়, উপযুক্ত জায়গায় গিয়ে মারুন', কোন দিকে ইঙ্গিত সুকান্তর? শুরু বিতর্ক

আরও পড়ুন: দিল্লি কাণ্ডে নয়া মোড়, তরুণীর সঙ্গে ছিলেন এক বান্ধবীও! দুর্ঘটনার পরই উধাও

২০১৪ সাল থেকে চলছে এই নিয়োগ প্রক্রিয়া। নিয়োগের দাবিতে সম্প্রতি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনে চালিয়ে যাচ্ছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে চলা এই নিয়োগ প্রক্রিয়ায় একেবারে শেষ পর্যায়ে। নভেম্বর মাসে হাইকোর্টে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা জমা দেওয়ার কথা থাকলেও স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত সেই তালিকা জমা দিতে পারেনি।

advertisement

যদিও কমিশনের তরফে দাবি করা হয়েছে তারা কয়েকবার চেকিং করে তবেই মেধা তালিকা হাইকোর্টে জমা দেবে। সেক্ষেত্রে জানুয়ারি মাসেই জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে কমিশনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। ১৪ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে এই নিয়োগের জন্য। তবে আপাতত শিক্ষামন্ত্রীর সঙ্গে দিন বৈঠকের পরে আশ্বাস পেলেও চাকরিপ্রার্থীদের আন্দোলন যে চলবে তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে ফের শিক্ষামন্ত্রীর দ্বারস্থ চাকরিপ্রার্থীরা, পেলেন 'বড়' আশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল