অয়নের শীলের সল্টলেকের অফিসে গত শনিবার থেকে তল্লাশি শুরু করেছিল ইডি৷ তার একদিন আগের দিন শুক্রবার অয়নের মোবাইলে ওই রহস্যময়ীর মেসেজ আসে বলে অভিযোগ৷ সেই মেসেজে লেখা ছিল, 'পালিয়ে যাও, জিনিসপত্র সরিয়ে ফেলো৷ ইডি আসছে৷'
আরও পড়ুন: কানুদার ৯৬ জন, লালদার ৬৪! পুরসভায় চাকরির জন্য অয়নকে লিস্ট পাঠাত এজেন্টরা
advertisement
অয়নকে আটক করার পর তাঁর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখতে গিয়ে এই মেসেজ নজরে আসে ইডি কর্তাদের৷ কিন্তু কে এই রহস্যময়ী? ইডি সূত্রে খবর, বার বার এই প্রশ্ন করলেও তা এড়িয়ে যাচ্ছেন অয়ন শীল৷ কীভাবে গোপন অভিযানের খবর আগেভাগে অয়নের কাছে পৌঁছে গেল, তা নিয়েও চিন্তায় ইডি কর্তারা৷ দফতরের ভিতরের কেউই এই তথ্য ফাঁস করল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ যদিও রহস্যময়ীর পরিচয় এখনও পাওয়া যায়নি৷
ইতিমধ্যেই শ্বেতা চক্রবক্তী নামে অয়ন শীলের এক বান্ধবীর খোঁজও পেয়েছে ইডি৷ অভিযোগ, নিয়োগ দুর্নীতির টাকা থেকেই অয়ন তাঁকে ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন ওই মহিলাকে৷ গাড়ি কেনার জন্য এই টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ৷