TRENDING:

চাঞ্চল্য বাবুঘাটে! প্রতিমা বিসর্জনের মাঝে হঠাৎ উদ্ধার মধ্যবয়সি ব্যক্তির দেহ

Last Updated:

প্রায় সকাল সাড়ে ৬টা থেকে পৌনে নটা পর্যন্ত ওভাবেই পড়ে থাকে অজ্ঞাত পরিচয় দেহটি। স্বভাবতই কিছুটা অস্বস্তিতে পড়েন ঘাটে বিসর্জন পর্বে আসা সাধারণ মানুষ। দেহটি পচতে শুরু করায়, দুর্গন্ধে ভরে যায় ঘাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দশমী থেকেই প্রতিমা নিরঞ্জনের পর্ব চলছে বাবুঘাটের বাঁজা কদমতলা ঘাটে। তারই মাঝে একাদশীর সকালে এই ঘাটে অপ্রীতিকর এবং অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হন প্রতিমা নিরঞ্জন করতে আসা ব্যক্তিরা।
advertisement

রাত প্রায় আড়াইটে থেকে বিসর্জনের জন্য অপেক্ষারত এক বারোয়ারি প্রতিমাকে বিসর্জন করতে দেওয়া হয়নি কারণ তখন ভরা জোয়ার ছিল। মালবাজারের ঘটনার জেরে সেই সময়ে ফের নিরঞ্জনের ঝুঁকি নেয়নি প্রশাসন। ভোরে জল কমতেই বিসর্জন সহায়ক কলকাতা পুরসভার কর্মীরা প্রতিমা নিয়ে জলের কাছে যেতেই দেখতে পান, ঘাটের কাছে অনেকগুলি কাঠামোর মাঝে আনুমানিক ৪৫ বছর বয়সের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ আটকে রয়েছে। বিসর্জনের জন্য ঘাটেই অস্থায়ী পুলিস ক্যাম্প তৈরি হয়েছে। সেখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের তৎক্ষণাৎ বিষয়টি জানানো হয়। ঘাট কর্মীদের সাহায্য নিয়েই দেহের পায়ে দড়ি বেঁধে, দেহটিকে তুলে ঘাটের মাঝামাঝি রেখে দেওয়া হয়। খবর দেওয়া হয় ওয়েস্ট পোর্ট থানায়।

advertisement

আরও পড়ুন: দশমীর রাতে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা শিয়ালদহে, মৃত ৩ পথচারী! রাজপথে রক্তগঙ্গা

প্রায় সকাল সাড়ে ৬টা থেকে পৌনে নটা পর্যন্ত ওভাবেই পড়ে থাকে অজ্ঞাত পরিচয় দেহটি।  স্বভাবতই কিছুটা অস্বস্তিতে পড়েন ঘাটে বিসর্জন পর্বে আসা সাধারণ মানুষ। দেহটি পচতে শুরু করায়, দুর্গন্ধে ভরে যায় ঘাট। সাত সকালে ঘাটে নতুন করে প্রতিমা নিয়ে এসে এই দৃশ্য থেকে শিউরে ওঠেন অনেকেই। দেহ থেকে দূরে সরে যান তারা।

advertisement

পরে ওয়েস্ট পোর্ট থানার পুলিশ এসে দেহটি প্রাথমিক ভাবে পরীক্ষা করে। তারপর কর্পস ডিসপোজাল ভ্যান এনে কালো পলিথিন চাদরে দেহ ঢেকে রাখে। প্প্রে বডি জ্যাকেট পরিয়ে ভ্যানে তুলে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পশ্চিম বন্দর থানায়।

আরও পড়ুন: জলপাইগুড়িতে মৃতের পরিবারকে ২ লক্ষ, আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত সকাল ৯ টা পর্যন্ত মোট ৪৪৫ টি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। কোভিডের বিধিনিষেধ কিছুটা লাঘব হলেও গঙ্গা দূষণ এড়াতে কড়াকড়ি রয়েছে ঘাটে। প্রতিমা জলে পড়ার সঙ্গে সঙ্গেই কাঠামোকে ক্রেন দিয়ে তুলে ফেলা হচ্ছে। ডাম্পার করে কাঠামো সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
চাঞ্চল্য বাবুঘাটে! প্রতিমা বিসর্জনের মাঝে হঠাৎ উদ্ধার মধ্যবয়সি ব্যক্তির দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল