TRENDING:

Anis Khan Murder Case: বামেদের ডাফলির পালটা তৃণমূলের ভেঁপু, বেশ কয়েক ঘণ্টা যুদ্ধ চললো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Last Updated:

Anis Khan Murder Case: এক ছাত্র নেতার কথায়, "আমাদের স্লোগানের সাথে ডাফলি বেজেই থাকে। আর এটার আওয়াজ বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও বেশ জোরেই শোনা যায়।" অন্যদিকে শিক্ষাবন্ধু সমিতির এক সদস্য বলেন, "আমাদের কয়েকটি ভেঁপু ওদের সবার আওয়াজকে মাটিতে মিশিয়ে দিয়েছে।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঁপু'র জোর বেশি নাকী ডাফলির আওয়াজ? আনিস খান হত্যাকান্ডের (Anis Khan Murder Case) প্রতিবাদ মিছিলে  ডাফলি বনাম ভেঁপু যুদ্ধের সাক্ষী হয়ে থাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpore University)।
অভিনব প্রতিবাদ
অভিনব প্রতিবাদ
advertisement

আনিস খান হত্যাকান্ডের (Anis Khan Murder Case) প্রতিবাদে, অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই (SFI)। ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে পড়ে সংগঠনের সদস্যরা। সকালে বিশ্ববিদ্যালয়ের (JU) চার নম্বর গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। এরপর বিভিন্ন বিভাগে মিছিল করে গিয়ে ক্লাসরুম খালি করে দেওয়া হয়। সেখানেও গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা। ডিন অফ স্টুডেন্টের দফতরেও পৌঁছে যায় বিক্ষোভের ঢেউ। এরপর মিছিল করে ধর্মঘট সমর্থনকারীরা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতর অরবিন্দ ভবনে। সেখানেও তালা ঝুলিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। দফতরের ভিতরে আটকে পড়ে তৃণমূল সমর্থিত শিক্ষাকর্মী সংগঠনের সদস্যরা। তালা দেওয়ার প্রতিবাদ করে সরব হন তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা। এই নিয়ে দুই তরফে কার্যত সংঘাত বেধে যায়।

advertisement

দু'তরফে চলতে থাকে স্লোগান, পালটা স্লোগান। এর পরেই শিক্ষাকর্মী সংগঠনের সদস্যরা বের করে তাঁদের মোক্ষম অস্ত্রটি। তিন চারটি ভেঁপু বাজিয়ে পড়ুয়াদের ছত্রভঙ্গ করার চেষ্টা শুরু করে তাঁরা। পালটা ডাফলি এনে প্রতিরোধ গড়ে তোলে পড়ুয়ারা।

আরও পড়ুন: SSC চেয়ারম্যানরা পুতুল!' SLST ইতিহাসের চাকরি বাতিল করে বিস্ফোরক পর্যবেক্ষণ হাইকোর্টের

advertisement

এক ছাত্র নেতার কথায়, "আমাদের স্লোগানের সাথে ডাফলি বেজেই থাকে। আর এটার আওয়াজ বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও বেশ জোরেই শোনা যায়।" অন্যদিকে শিক্ষাবন্ধু সমিতির এক সদস্য বলেন, "আমাদের কয়েকটি ভেঁপু ওদের সবার আওয়াজকে মাটিতে মিশিয়ে দিয়েছে।"

আরও পড়ুন: আনিসের মৃত্যু: আমতা থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করার নির্দেশ

লাঠি বা আগ্নেয়াস্ত্র ছাড়াই বাজনা যুদ্ধের অনেকে প্রশংসা করলেও হিংসা মুক্ত হওয়া গেল না। দফায় দফায় সংঘর্ষে দু'পক্ষেরই একাধিক কর্মী আহত হয়েছে বলে দাবি নেতৃত্বের। এসএফআই ও তৃণমূল- দু'পক্ষকে সংযত হতে বলেন সহ উপাচার্য। তাঁর সঙ্গে আলোচনায় বসে ছাত্র নেতৃত্ব। বিকেলে অরবিন্দ ভবনের তালা খুলে দেয় ছাত্ররা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মোমবাতি তো নয়, যেন সুগন্ধীর বোতল! এবারের দীপাবলিতে সুপারহিট, কোথায় পাবেন?
আরও দেখুন

যদিও সংগঠনের সদস্যদের আক্রমণ করায় অভিযুক্ত শিক্ষাবন্ধু সমিতির নেতা বিনয় সিংয়ের বরখাস্তের দাবিতে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএফআই। অন্যদিকে বিনয় সিং জানিয়েছেন, "অভিযোগ অসত্য।" বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মচারী বলেন, "অস্ত্র ছাড়া বাজনা যুদ্ধটা ভাল। কিন্ত সংঘর্ষটা না হলে আরও ভাল হতো।"

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anis Khan Murder Case: বামেদের ডাফলির পালটা তৃণমূলের ভেঁপু, বেশ কয়েক ঘণ্টা যুদ্ধ চললো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল