চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী জানান, "সুপ্রিম কোর্টের নির্দেশে মান্যতা দিয়ে গত ২৮ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই নির্দেশিকা অনুযায়ী, গত বছর যাঁরা ইউক্রেনে মেডিক্যাল কোর্সের শেষ বছরে পাঠরত ছিলেন, পড়াশোনা শেষ করেছেন এবং ৩০ জুন অথবা তার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে শংসাপত্র পেয়েছেন তাঁরা ফরেন মেডিক্যাল এক্সিমিনেশনে বসতে পারবেন।" সেই পরীক্ষায় পাশ করলে তাঁরা এদেশে ইন্টার্নশিপ শেষ করতে পারবেন।
advertisement
আরও পড়ুন- সেপ্টেম্বরের জাতকরা ঠিক কেমন স্বভাবের হন, দেখে নিন এক নজরে
উল্লেখ্য, মেডিক্যালে দুবছর হাতেকলমে প্রশিক্ষণ বা ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। গত সপ্তাহে, ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের জন্য সুখবর দেয় কেন্দ্রীয় সরকার। ইউক্রেনের একাডেমিক মোবিলিটি প্রোগ্রামকে ছাড়পত্র দেওয়া হয় কেন্দ্রের তরফে। বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। অন্য দেশে কোর্সের বাকি অংশ সমাপ্ত করলে ইউক্রেনের বিশ্ববিদ্যালয় থেকেই মেডিকেল শংসাপত্র পাবেন ভারতীয় পড়ুয়ার। একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। ইউক্রেনের অ্যাকাডেমিক মোবিলিটি প্রোগ্রামে নেই ভারতের কোনও বিশ্ববিদ্যালয়। ফলে ভারতে কোর্স শেষ করার কোনও সুযোগ পাবেন না ভারতীয় পড়ুয়ারা।
ইউক্রেন থেকে ফিরে আসা ভারতীয় প্রবাদের কোর্স শেষ করার সুযোগ দেওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে মতবিরোধ তৈরি হয় রাজ্য গুলির। বিশেষ করে পশ্চিমবঙ্গ জানিয়ে দেয় সে রাজ্যের পড়ুয়াদের রাজ্যের মেডিকেল প্রতিষ্ঠানগুলোতে সুযোগ দিতে চায় সরকার। যদিও তা নিয়ে কোন ছাড়পত্র এখনও পর্যন্ত দেয়নি কেন্দ্র।ইউক্রেন এবং চিন থেকে ফেরা ভারতীয় পড়ুয়ারা এদেশেই কোর্স শেষ করুন, এ ব্যাপারে বিদেশ মন্ত্রক পদক্ষেপ করার সুপারিশ করে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি।