সেপ্টেম্বরের জাতকরা ঠিক কেমন স্বভাবের হন, দেখে নিন এক নজরে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সেপ্টেম্বর মাসে জন্ম ব্যক্তিরা ঠিক কেমন স্বভাবের হন জেনে নেওয়া যাক ৷
কলকাতা: আমাদের চারপাশে যত মানুষকে দেখতে পাই, তাঁরা প্রায় কেউই কারও মতো হন না। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন প্রবণতা লক্ষ্য করা যায়। সকলের ব্যক্তিত্ব এবং প্রকৃতি একে অপরের থেকে আলাদা। প্রতিটি মানুষের নিজের মধ্যে নানা ত্রুটি এবং ক্ষমতা বহন করে চলেন। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ব্যক্তির প্রকৃতি এবং ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য নানান পন্থা অবলম্বন করা হয়, যেমন নাম অনুসারে ব্যক্তিত্ব, জন্ম তারিখের ভিত্তিতে ব্যক্তির ভবিষ্যত দেখা ইত্যাদি নানা পদ্ধতিতে পণ্ডিতেরা ব্যক্তির সম্পর্কে নানা কথা বলেন।
সেপ্টেম্বর মাসে জন্ম ব্যক্তিরা ঠিক কেমন স্বভাবের হন জেনে নেওয়া যাক—
advertisement
স্বভাব
জ্যোতিষ শাস্ত্র অনুসারে সেপ্টেম্বর মাসে যাঁদের জন্ম হয় তাঁরা নিজের প্রতিশ্রুতি নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ হন। এঁরা একবার যা সিদ্ধান্ত নেন, শুধুমাত্র তাই করেন। এঁরা স্বভাবগত ভাবে খুব উদার এবং হৃদয়গ্রাহী স্বভাবের হন। তবে এঁরা কথায় কথায় রেগে যান এবং ক্ষোভকে দমন করার পরিবর্তে তা অবিলম্বে প্রকাশ করেন। সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করেন।
advertisement
ইতিবাচক দিক
সেপ্টেম্বর মাসে জন্ম নেওয়া মানুষ নতুন কিছু শিখতে ভালবাসেন। এঁরা খুবই সৃজনশীল, যে কোনও কাজই এঁরা খুব নিখুঁত ভাবে করতে ভালবাসেন। এই কারণেই এঁরা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান। সেপ্টেম্বরে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রখর বুদ্ধিসম্পন্ন হন। ফলে সকলেই এঁদের বন্ধুত্ব কামনা করেন।
advertisement
কর্মজীবন
সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা চমৎকার গায়ক, লেখক, সম্পাদক এবং বিজ্ঞানী ইত্যাদি হতে পারেন। এই জন্মমাসের মানুষরা মিডিয়া, গবেষণা ক্ষেত্র, পুলিশ, কম্পিউটার প্রোগ্রামিং, চিকিৎসক, টেলিভিশন ইত্যাদি ক্ষেত্রে খুব ভাল পারফর্ম করে থাকেন। এঁরা শিল্প সম্পর্কিত ক্ষেত্রেও ভাল দক্ষতা দেখাতে পারেন।
প্রেম এবং বিবাহিত জীবন
জ্যোতিষশাস্ত্র অনুসারে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সৎ এবং সত্যিকারের প্রেমিক হন। তাঁদের মতো ভালবাসার মানুষ পেলে এঁদের চেয়ে ভাল জুটি আর হতে পারে না। সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বিবাহিত জীবন খুব সুখের হয়। সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তি তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনও ব্যক্তির প্রবেশ একেবারেই পছন্দ করেন না।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2022 5:26 PM IST