TRENDING:

Union Budget 2025: বাংলার প্রতি বঞ্চনা চলছেই, 'ভোট বলেই বিহার...!' বাজেটের পরেই বিজেপিকে কটাক্ষ অভিষেকের

Last Updated:

Union Budget 2025: সংসদে পেশ হল ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় বাজেটে একাধিক বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ যদিও বিহার ছাড়া কোনও রাজ্যের কথা আলাদাভাবে উল্লেখ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার বাজেট নিয়ে তাঁর প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদে পেশ হল ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় বাজেটে একাধিক বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ যদিও বিহার ছাড়া কোনও রাজ্যের কথা আলাদাভাবে উল্লেখ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার বাজেট নিয়ে তাঁর প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

অভিষেক বলেন, “যখন বাংলা ১৮ জন সাংসদ নির্বাচিত করেছিল, তখনও তারা বাংলাকে কিছুই দেয়নি। আজও, বিজেপির ১২ জন সাংসদ আছে, কিন্তু তারা বাংলাকে কিছুই দেয়নি। এই ১২ জন সাংসদ এর বিরুদ্ধে প্রতিবাদও করবে না। বাংলা সবসময় বঞ্চিত ছিল এবং আজও একই ঘটনা ঘটে চলেছে।

আরও পড়ুন: কড়া নজর রাখছে ভারত…! বাংলাদেশে পাকিস্তান বিদেশ সচিবের সফর নিয়ে মুখ খুলল দিল্লি

advertisement

অভিষেক আরও বলেন, “এই বছর বিহার নির্বাচনে যাচ্ছে। আর সেই কারণেই কেন্দ্র বিহারের জন্য সবকিছু করেছে। তারা নির্বাচনের কথা মাথায় রেখে সবকিছু করে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে নয়।”

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে কবে কবে ‘বন্ধ’ স্কুল-কলেজ…? কতগুলো ‘লং উইকেন্ড’? দেখে নিন স্কুল ছুটির সম্পূর্ণ লিস্ট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অবশ্য একইসঙ্গে অভিষেক বলেন, আমাকে পুরো বাজেট পড়তে হবে। আয়কর ছাড়ের ক্ষেত্রে স্পষ্টতার অভাব রয়েছে। তাই, আমাকে পুরোটা পড়তে হবে এবং তারপর যা বলার তা বলব। বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বিহারকে সবকিছু দিয়েছে। আগের বাজেটেও, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য সবকিছু করা হয়েছিল। এখন, অন্ধ্রপ্রদেশের নির্বাচন শেষ হয়ে গিয়েছে তাই তারা বিহারের দিকে মনোযোগ দিচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর, বাংলা কিছুই পায়নি। এই বছরের বাজেটেও একই ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Union Budget 2025: বাংলার প্রতি বঞ্চনা চলছেই, 'ভোট বলেই বিহার...!' বাজেটের পরেই বিজেপিকে কটাক্ষ অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল