তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”উদয়ন গুহর মন্তব্য দল অনুমোদন করে না৷ আমরা দেশের পাশে আছি। কারও ব্যক্তিগত মন্তব্য যা পার্টি লাইনের বাইরে তাকে মেনে নেওয়া হচ্ছে না। অপারেশন সিঁদূর নিয়ে দেশ এককাট্টা আছে।”
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় দিনহাটায় ‘দিনহাটা স্বাগত গেট’ এবং ‘সেলফি জোনের’ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আগে কেউ কেউ গরম চা বিক্রি করত। এখন তাঁদের শিরায় গরম সিঁদুর বয়ে যাচ্ছে। সেই গরম সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ার পর্যন্ত তাঁদের আসতে হচ্ছে। আমার বক্তব্য এইভাবে মানুষের মধ্যে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে বিভাজন করার চেষ্টা করবেন না। আমরা এ ধরনের ব্যবসা করি না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলি।’
advertisement
তিনি আরও বলেন, ‘একটা গেট তৈরি করলেই উন্নয়ন হয় না। উন্নয়নের শুরুটা হয় একটা সুস্থ-সুন্দর সমাজ গড়ে তোলার মাধ্যমে। সুন্দর সমাজ গড়ে তোলার জন্য প্রয়োজন ধর্মীয় বিভাজন রুখে দেওয়া ও ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার আলিপুরদুয়ার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সিকিমে যাবেন প্রধানমন্ত্রী। এই সফর প্রসঙ্গে ট্যুইটও করেছেন মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ”আগামিকাল বিকেলে আলিপুরদুয়ারে বিজেপির পশ্চিমবঙ্গ জনসভায় আমি ভাষণ দেব। গত এক দশক ধরে, এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষ ব্যাপকভাবে প্রশংসা করেছে। একই সঙ্গে তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং দুর্বল প্রশাসনে ক্লান্ত।’
যদিও মোদির ট্যুইটের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দলের এক্স হ্যান্ডেলে পরিযায়ী পাখির ছবি দিয়ে রীতিমতো কটাক্ষ করা হয়েছে নরেন্দ্র মোদিকে। #AayeHoTohBataKeJao হ্যাশট্যাগ দিয়ে ওই পোস্টে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।