Waqf Case in Supreme Court: 'চরম বৈষম্যমূলক', ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে ফের মামলা! বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! কেন্দ্র-রাজ্যগুলিকে নোটিস
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Waqf Case in Supreme Court: সম্প্রতি ২০২৫ সালের সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান করেনি শীর্ষ আদালত। এর মাঝেই ১৯৯৫ সালের ওয়াকফ চ্যালেঞ্জ করে আরেকটি মামলা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
মঙ্গলবারও, বেঞ্চ আইনজীবী অশ্বিনী উপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিল কেন এখন ১৯৯৫ সালের আইনটি চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনগুলি গ্রহণ করা উচিত। উপাধ্যায় উল্লেখ করেছিলেন, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ও কে ভি বিশ্বনাথনের বেঞ্চ, যারা প্রধান বিচারপতি গাভাই-এর নেতৃত্বাধীন বেঞ্চের আগে ওয়াকফ (সংশোধনী) ২০২৫ বিষয়গুলি শুনেছিলেন, ইতিমধ্যেই ১৯৯৫ সালের আইনটি আলাদাভাবে শুনতে সম্মত হয়েছেন এবং যারা ২০২৫ সংশোধনীগুলি চ্যালেঞ্জ করেছিলেন তাদের মতামত দাখিল করার অনুমতি দিয়েছেন।
advertisement
উপাধ্যায় গত ১৭ এপ্রিল প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চের আদেশেরও উল্লেখ করেছিলেন, যেখানে বলা হয়েছিল, “১৯৯৫ সালের ওয়াকফ আইন এবং ২০১৩ সালে তাতে করা সংশোধনীগুলি চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশনগুলি, যার মধ্যে রয়েছে ডব্লিউ.পি. (সি) নং ৩৫৩/২০২৫ “হরি শঙ্কর জৈন এবং আনর. বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং অর্স.” এবং ডব্লিউ.পি. (সি) ডায়েরি নং ১৯১০৩/২০২৫ শিরোনাম “পারুল খেরা বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং অর্স.”, আলাদাভাবে কারণ তালিকায় দেখানো হবে।
advertisement
advertisement
কেন্দ্রের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি মঙ্গলবার বলেন যে আদালত ১৯৯৫ সালের আইনটি চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনগুলির সঙ্গে ২০২৫ সংশোধনী চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনগুলির শুনানির অনুমতি দেয়নি। তবে ভাটি যোগ করেছেন, উপাধ্যায়ের আবেদনটি ১৯৯৫ সালের আইনটি চ্যালেঞ্জ করে দায়ের করা জৈনের অন্য আবেদনের সাথে যুক্ত করা হলে কোনও আপত্তি নেই।
advertisement
মামলাকারীর বক্তব্য, ভারতে শুধুমাত্র মুসলিমদের জন্য তাদের দাতব্য প্রতিষ্ঠান সম্বন্ধিত আইন রয়েছে। তবে অন্য কোনও ধর্মের ক্ষেত্রে এই প্রকারের আইন নেই। সেই জন্য ১৯৯৫ সালের ওয়াকফ আইন চরম বৈষম্যমূলক। সেই সঙ্গেই তাঁর কথায়, কোনও সম্পত্তি যদি উৎসর্গ করা হয়, তাহলেই সেটা ওয়াকফ হিসেবে চিহ্নিত হয়। তবে সেটি আইনসম্মতভাবে পাওয়া অথবা সংগৃহীত কিনা সেটা খতিয়ে দেখার কোনও ব্যবস্থা প্রায় তিন দশক পুরনো এই আইনে নেই।
advertisement