দুর্গা পুজোর সময় শহরবাসীকে নির্বিঘ্নে ভ্রমণের অভিজ্ঞতা দিতে উবের শহরের সেরা ১১টি মণ্ডপকে ‘জিওট্যাগ’ করেছে। এই মণ্ডপগুলি থেকে পিক-আপ এবং ড্রপ-অফ করার নির্দিষ্ট স্থান নির্ধারণ করে উবার একটি ৩৬০-ডিগ্রি পদ্ধতি অবলম্বন করে ম্যাপ তৈরি করেছে। উবের অ্যাপের মধ্যেই নির্দেশিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এতে যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে৷ কলকাতার বাসিন্দারা এই দিনগুলিতে ‘উবের রেন্টাল’-সহ উবারের সমস্ত পরিষেবা ব্যবহার করতে পারবেন। উবের রেন্টাল নিলে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা অনেক সহজ হবে কারণ গাড়িটি নির্দিষ্ট সময়ের জন্য ওখানেই দাঁড়িয়ে থাকবে, যাতে যাত্রীকে পরের মণ্ডপে নিয়ে যাওয়া যায়।
advertisement
তা ছাড়া, উৎসবের মরশুমে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে বিমানবন্দর, বিভিন্ন রেলস্টেশন-সহ হট স্পটগুলিতে রাতে গাড়ি বাড়াতে চলেছে উবের। এর জন্য চব্বিশ ঘণ্টা কাজ করতে চাইছে তারা, যাতে দর্শক এবং ভ্রমণকারীরা উৎসবে আরও সুন্দর ভাবে যোগ দিতে পারেন।
এই ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, উবের ইন্ডিয়ার হেড অফ সিটিস শিব শৈলেন্দ্রন বলেছেন, ‘‘আমরা চাইছি, যাত্রীরা যাতে সব সময় নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, তা নিশ্চিত করতে। এই লক্ষ্যে কাজ করতে গেলে উৎসব মরশুমে আরও অনেক বেশি কসরত করতে হয় কারণ এ সময় পার্কিং করার জায়গা খুঁজে পাওয়াই কষ্টসাধ্য বিষয়। কলকাতা ট্র্যাফিক পুলিশের সঙ্গে কাজ করা আমাদের সৌভাগ্যের বিষয়। আরোহী এবং বাসিন্দাদের তীব্র যানজটের মধ্য খানিকটা সুরাহা করে দিতে এবং পার্কিং সমস্যার থেকে বের করে আনতেই এই প্রচেষ্টা।’’