কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রিদ্ধি সিদ্ধি নামক একটি দোকান থেকে গ্রেফতার করা হয় দুজনকে।
আরও পড়ুন: বোঝা দায় নৃশংস সঞ্জয়কে! কী এমন করল সে? জেলে পোশাক নিয়েই বা এল কে! চমকাবেন
ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: ট্যাংরার হেলে পড়া বহুতলও ভেঙে ফেলবে পুরসভা! এবার ১৩টি পরিবারের সর্বনাশ
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারার পরেই ঘরের মাঠে টি২০ সিরিজ। আর প্রথম ম্যাচেই চেনা ছন্দে দেখা গেল টিম ইন্ডিয়াকে। ইডেনে এদিন টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান সূর্যকুমার। ব্যাট করতে নেমে প্রথমে থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। ২০ ওভারে মাত্র ১৩২ রানে অল আউট হয়ে যান বাটলাররা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৬৮ করেন বাটলার। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী সর্বোচ্চ ৩টি এবং হার্দিক, অক্ষর, আর্শদীপরা ২টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে হারাল ভারত। ভারতের হয়ে এদিন ঝোড়ো ব্যাটিং করেন অভিষেক শর্মা। ৩৪ বলে ৭৯ রান করে শেষ মুহূর্তে আউট হন তিনি। অভিষেকের ৭৯ রানের ইনিংস সাজানো ছিল ৫টি ৪ এবং ৮টি ৬ দিয়ে। ওপেনিংয়ে নামা সঞ্জু করেন ২০ বলে ২৬, ১৯ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা।