TRENDING:

Anandapur Dead Body Recovery: স্কুটি চালানো শিখতে গিয়ে নিখোঁজ, আনন্দপুরের খালে উদ্ধার তরুণ-তরুণীর দেহ! মৃত্যু ঘিরে রহস্য

Last Updated:

এক প্রত্যক্ষদর্শী এগিয়ে এসে পুলিশকে জানান, আনন্দপুরের চেলা মন্দিরের কাছে খালের কাছেই রাস্তার উপরে ওই তরুণীর সঙ্গে এক তরুণকে স্কুটিতে চেপে আসতে দেখেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আনন্দপুরের খাল থেকে উদ্ধার হল এক তরুণী এবং এক যুবকের দেহ৷ গতকাল সন্ধ্যা থেকেই ওই তরুণী এবং তাঁর প্রেমিকের দেহ৷
আনন্দপুরে খালের কাছে এই জায়গা থেকেই উদ্ধার হয় স্কুটি এবং একটি মোবাইল ফোন৷
আনন্দপুরে খালের কাছে এই জায়গা থেকেই উদ্ধার হয় স্কুটি এবং একটি মোবাইল ফোন৷
advertisement

গতকাল সন্ধ্যায় নতুন কেনা স্কুটি চালানো শিখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন রনিতা বৈদ্য নামে ওই তরুণী৷ এর পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি৷

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ আনন্দপুর থানায় খবর আসে, এক তরুণ এবং তরুণীকে স্থানীয় খালে ঝাঁপ দিতে দেখা গিয়েছে৷ এর পরই ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দু জনের খোঁজ শুরু করে পুলিশ৷

advertisement

এক প্রত্যক্ষদর্শী এগিয়ে এসে পুলিশকে জানান, আনন্দপুরের চেলা মন্দিরের কাছে খালের কাছেই রাস্তার উপরে ওই তরুণীর সঙ্গে এক তরুণকে স্কুটিতে চেপে আসতে দেখেন তিনি৷ দু জনের মধ্যে প্রবল বচসা চলছিল৷ এর পর ওই খালের উপরে একটি লোহার সেতুর কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই স্কুটি থেকে নেমে খালের দিকে এগিয়ে যান ওই তরুণী৷ তরুণীর পিছনে ছুটে যেতে দেখা যায় ওই তরুণকেও৷ এর পর প্রথমে তরুণী এবং তাঁর পিছন পিছন ওই তরুণ খালে ঝাঁপ দেন৷ ঘটনাস্থলের কাছে একটি সিসিটিভি ফুটেজেও এই বয়ানের মিল পায় পুলিশ৷ খালের কাছেই উদ্ধার হয় তরুণীর স্কুটিটি৷ ঘটনাস্থল থেকে মিলেছে একটি মোবাইল ফোনও৷

advertisement

এ দিন সকাল থেকেই খালে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ৷ আনা হয় পুলিশ কুকুরও৷ শেষ পর্যন্ত দুপুর তিনটের কিছু পর খাল থেকে রোহিত আগরওয়াল নামে নিখোঁজ তরুণের দেহ উদ্ধার হয়৷ যুবকের দেহ যেখানে উদ্ধার হয়, তার থেকে কয়েকশো মিটার দূরে কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হয় তরুণীর দেহও৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি পঞ্চান্ন গ্রামে৷ নিহত তরুণের বাড়ি উত্তর পঞ্চান্নগ্রামে৷ নিহত তরুণীর পরিবারের দাবি, ওই তরুণীর সঙ্গে রোহিতের বন্ধুত্বের সম্পর্ক ছিল৷ যদিও স্থানীয়দের একাংশের দাবি, গত এক বছর ধরে দু জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ তরুণী নিজেই খালে ঝাঁপ দিয়েছেন এবং তাঁকে বাঁচাতে গিয়েই যুবকও ডুবে গেলেন কি না, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করছে পুলিশ৷ দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anandapur Dead Body Recovery: স্কুটি চালানো শিখতে গিয়ে নিখোঁজ, আনন্দপুরের খালে উদ্ধার তরুণ-তরুণীর দেহ! মৃত্যু ঘিরে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল