TRENDING:

Gardenreach money recovery update: এখনও পর্যন্ত ১২ কোটি! অর্পিতার ফ্ল্যাটকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে গার্ডেনরিচের ছাপোষা বাড়ি

Last Updated:

টাকা গোনার জন্য বেশ কিছু যন্ত্র নিয়ে এসেছিলেন ইডি আধিকারিকরা৷ এসেছিলেন সরকারি ব্যাঙ্কের কর্মীরাও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়িতে উদ্ধার হওয়া নগদের পরিমাণ বেড়ে দাঁড়ালো ১২ কোটি টাকা! ইডি সূত্রে খবর এমনই৷ সকাল দশটা থেকে টাকা গোনার কাজ শুরু করেছিল ইডি৷ যার অর্থ, সাত ঘণ্টায় মোট ১২ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে তারা৷ যদিও ইডি কর্তাদের ধারণা, গার্ডেনরিচের ওই বাড়িতে আরও টাকা লুকিয়ে রাখা আছে৷ তাই কতক্ষণ এই তল্লাশি চলবে, তা এখনও স্পষ্ট নয়৷
গার্ডেনরিচে উদ্ধার হওয়া টাকা নিতে এসেছে ট্রাক৷
গার্ডেনরিচে উদ্ধার হওয়া টাকা নিতে এসেছে ট্রাক৷
advertisement

মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে পুরস্কার জেতার টোপ দিয়ে সাধারণ মানুষের থেকে অন্তত ৬৫ থেকে ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বিরুদ্ধে৷ সেই অভিযোগের সূত্রেই এ দিন সকালে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি৷

আরও পড়ুন: শহরে আবার টাকার পাহাড়, গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে এখনও পর্যন্ত উদ্ধার ৭ কোটি, চলছে টাকা গোনা

advertisement

টাকা গোনার জন্য বেশ কিছু যন্ত্র নিয়ে এসেছিলেন ইডি আধিকারিকরা৷ এসেছিলেন সরকারি ব্যাঙ্কের কর্মীরাও৷ প্রথম কয়েক ঘণ্টা টাকা গোনার পর সাত কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানায় ইডি৷ পরে জানা যায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৮ কোটি৷ এর পর ইডি-র তরফে ১২ কোটি টাকা উদ্ধারের কথা জানানো হয়৷ ব্যবসায়ীর বাড়ির খাটের নীচ থেকে এই টাকা উদ্ধার হয় বলে ইডি সূত্রে খবর৷

advertisement

ইতিমধ্যেই উদ্ধার হওয়া টাকা নিয়ে আসার জন্য গার্ডেনরিচের ওই ব্যবসাায়ীর বাড়ির সামনে পৌঁছেছে ট্রাক৷ গোটা এলাকায় আরও বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে৷ উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়া হবে স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের দফতরে৷

এসএসসি দুর্নীতি কাণ্ডে কিছুদিন আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের দু'টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি৷ এবার গার্ডেনরিচ কাণ্ডে উদ্ধার হল নগদ ১২ কোটি টাকা! তফাত বলতে অর্পিতা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে টাকা উদ্ধার হয়েছিল টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার দু'টি বিলাসবহুল ফ্ল্যাট থেকে৷ আর গার্ডেনরিচে নিতান্তই একটি ছাপোষা বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা৷ সব শুনে হতবাক শাহি আস্তাবল এলাকার বাসিন্দারা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত ব্যবসায়ী আমির খানের নাগাল এখনও পায়নি ইডি৷ সকালে ইডি হানা শুরু হওয়ার পর থেকেই নিখোঁজ তিনি৷ তাঁর দু'টি মোবাইলও সুইচড অফ রয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gardenreach money recovery update: এখনও পর্যন্ত ১২ কোটি! অর্পিতার ফ্ল্যাটকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে গার্ডেনরিচের ছাপোষা বাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল