TRENDING:

গার্ডেনেরিচ জলপ্রকল্পে পাইপ ফেটে বিপত্তি, ৬ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

Last Updated:

Garden reach || মূল ফাটলের মেরামতির কাজ আজ সারারাত হবে৷ তবে ফাটলের জায়গা বাইপাস করে যাতে পরিষেবা স্বাভাবিক করা যায় তার ব্যবস্থা করা হয়েছে৷ সেভাবেই পরিস্রুত পানীয় জল পাঠানো হচ্ছে৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গার্ডেনেরিচ জলপ্রকল্পে আচমকা বিপত্তি। হু হু করে জল বেরিয়ে ভরে গেল যায় এলাকা। সকাল ন'টা নাগাদ এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় গার্ডেনরিচ জল প্রকল্প চত্বরে। ৬ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কলকাতা পুরসভা। মূল ফাটলের মেরামতির কাজ আজ সারারাত হবে৷ তবে ফাটলের জায়গা বাইপাস করে যাতে পরিষেবা স্বাভাবিক করা যায় তার ব্যবস্থা করা হয়েছে৷ সেভাবেই পরিস্রুত পানীয় জল পাঠানো হচ্ছে৷  তবুও কিছু ঘাটতি থাকছে৷ সর্বত্র সমানভাবে জল পড়ছে না৷
advertisement

সূত্রের খবর, সকাল  ৬টা থেকে সাড়ে ৮টা অবধি জল দেওয়া হয়েছে। তারপরেই পাইপ ফেটে বিপত্তি৷ মহেশতলা, পুজালি, বেহালা, জোকা ও বজবজের বিভিন্ন এলাকায় গার্ডেনরিচের জল সরবরাহ করা হয়। বিকালের মধ্যে ফের জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা হয়।

আরও পড়ুন: সিদ্ধান্ত নেওয়া শেষ, গড়া হচ্ছে দশটি টিম, রাজ্যে আরও মারাত্মক অভিযানে নামছে ইডি!

advertisement

গার্ডেনের জল প্রকল্পে ১৮৫ মিলিয়ন গ্যালন জল উৎপন্ন হয়।  এই পানীয় জল কলকাতা পুরসভার দক্ষিণ ও দক্ষিণ শহরতলির বেশিরভাগ অংশ ছাড়াও প্রতিবেশী বেশ কয়েকটি পুরসভার চাহিদা মেটায়। কলকাতা পুরসভার ১৫ ও ১৬ নম্বর বরোর বেশিরভাগ অংশ ছাড়াও ১২ ও ১১ নম্বর বরোর অনেক অংশে এই  জল পৌঁছয়।

সূত্রের খবর, সকাল ৯টার পর থেকে এই সব এলাকায় আর পরিস্রুত পানীয় জল পৌঁছয়নি। কলকাতা পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের আধিকারিকেরা তড়িঘড়ি ছুটে যান গাড়ির জল প্রকল্পে। গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসের ভিতরে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা। ৬ ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুরসভার আধিকারিকেরা। বিকেল ৪টে থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে পানীয় জল সরবরাহ শুরু হয়। তবে জলের প্রেসার যাতে নিয়ন্ত্রিত থাকে সেই কারণে পরীক্ষামূলকভাবে কিছুক্ষণ চালানো হয়।

advertisement

আরও পড়ুন: প্রবল চাপে পার্থ, দেহরক্ষীর ৭ আত্মীয় এবার সিবিআই-এর সামনে! চাকরিতে মহা-দুর্নীতি?

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কলকাতা পুরসভার ১৫ নম্বর বরো অর্থাৎ যেখানে এই গার্ডেনরিচের জল প্রকল্প অবস্থিত সেই বরোর চেয়ারম্যান রঞ্জিত শীল জানান, সকালে বেশিরভাগ সময়টাতেই জল পরিষেবা দেওয়া গিয়েছে, শেষের দিকে কিছুক্ষণের জন্য বিভ্রাট হয়েছিল। দুপুরে বেশিরভাগ অংশেই জল দেওয়া হয় না। বিকেলের জল পরিষেবা স্বাভাবিক ছিল। কাজেই পাইপ ফেটে বিপত্তি হওয়ার জন্য কোথাও কোনও জল কষ্ট হয়নি বলে দাবি বরো চেয়ারম্যানের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গার্ডেনেরিচ জলপ্রকল্পে পাইপ ফেটে বিপত্তি, ৬ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল