এদিন প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরের খবর সামনে আসার পরেই কুণালের মন্তব্য, "ওঁদের এভাবে ত্রিপুরায় আসতে দেখে আমার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগের ডেলি প্যাসেঞ্জারির কথা মনে পড়ে যাচ্ছে। সেই সময়েও ওঁরা এরকমই যাতায়াত করেছিলেন এবং হেরেছিলেন।"
আরও পড়ুন: ভোটের আঁচে তাতছে ত্রিপুরা, সোমবার ফের আগরতলায় মোদি, সভা অভিষেকেরও
গতকাল, অর্থাৎ, শনিবার ত্রিপুরার আমবাসা ও উদয়পুরে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর,সোমবারই ফের ত্রিপুরায় ভোটপ্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী। এবার আগরতলার আস্তাবল ময়দানে সভা করার কথা তাঁর। অন্যদিকে, রবিবার সকালে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন শাহ। চণ্ডীপুর এবং বিশ্রামগঞ্জে সভা করে যোগীন্দ্রপুরে একটি রোড শো-ও করবেন তিনি।
advertisement
আরও পড়ুন: ত্রিপুরেশ্বরী 'রাজনীতি' অব্যাহত ভোটমুখী ত্রিপুরায়, এবার পুজো দিলেন শাহ
শনিবারের সভা থেকে সে রাজ্যের বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা গিয়েছিল মোদিকে। তাঁর কটাক্ষ, কেরলে দুই দল 'কুস্তি' করলেও ত্রিপুরায় 'দোস্তি' করছে বলে বাম-কংগ্রেস। ত্রিপুরাবাসীকে সাবধান করে তিনি বলেন, "জনগণের দ্বারা প্রত্যাখ্যাত দুই দল আবার হাত মিলিয়েছে। মাথায় রাখবেন, ওদের একটা ভোট দেওয়া মানে ত্রিপুরাকে আবার পিছিয়ে দেওয়া।" সে রাজ্যের পঁচিশ বছরের বাম শাসনকে 'চাঁদার জমানা' বলেও কটাক্ষ করতে দেখা যায় তাঁকে। তবে এদিন তৃণমূল কংগ্রেসকে নিয়ে একটা শব্দও খরচ করেননি তিনি।
সোমবার ত্রিপুরার বক্সনগরে সভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়েরও।