নাদিমুল হক জানিয়েছেন, ‘এই নিয়ে আমার পরপর তিনবার হল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সুযোগ দিয়েছেন বাংলার মানুষের জন্য সংসদে গিয়ে আওয়াজ তোলার। আবারও বাংলার ইস্যু নিয়ে সোচ্চার হব।’
advertisement
অপরদিকে সুস্মিতা দেব জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়-সহ সকলকে ধন্যবাদ। তাঁরা আমাকে আবার রাজ্যসভায় পাঠাচ্ছেন। রাজনৈতিক ইতিহাসে উত্তর পূর্ব ভারতের রাজ্য থেকে পরপর দুবার এসে মনোনয়ন পেয়েছি। এটার একটা রাজনৈতিক মেসেজ আছে। আমাদের ৩ জন মহিলাকে মনোনয়ন দেওয়া হল।’
তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘বিজেপি মহিলা সংরক্ষণ বিল এনেছে। কিন্তু সেটার বাস্তবতা নেই। কিন্তু লোকসভা ও রাজ্যসভায় কীভাবে মহিলা প্রতিনিধি রাখতে হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন। আমাদের লড়াই সংসদের ভেতরে ও বাইরে। সংবিধান রক্ষার আন্দোলন করব। বাংলার বঞ্চনা নিয়ে লড়তে প্রস্তুত। উত্তর পূর্ব ভারতের যেকোনও ইস্যুতে লড়াইয়ে থাকবে।’