কলকাতা: পড়ে গেল ২০২৬৷ চলতি বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷আর বছরের প্রথম দিন থেকেই প্রচারে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আজ থেকেই পুরোদস্তুর প্রচারে নেমে পড়ল বাংলার শাসকদল। প্রচারের প্রথম পর্যায়ের নাম ‘বাংলার সমর্থনে সংযোগ’। রাজ্যের প্রায় ১,৮০০ জন বিশিষ্ট মানুষের বাড়়িতে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ড।
advertisement
জানা গিয়েছে, এই কর্মসূচির জন্য মোট ৩৮টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে সাংসদ, বিধায়ক এবং জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব থাকছেন। বিশিষ্টদের কাছে একটি করে কিটও পৌঁছে দেওয়া হবে। তাতে লেখা থাকবে ‘উন্নয়নের পাঁচালি’। থাকবে মুখ্যমন্ত্রীর লেখা চিঠিও। দ্বিতীয় পর্যায়ের জনসংযোগ কর্মসূচির নাম দেওয়া হয়েছে—‘উন্নয়নের সংলাপ’। যা বুথ স্তরে অনুষ্ঠিত হতে চলেছে।
কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগও জনসংযোগ পর্বে জোরাল ভাবে প্রচার করবে তৃণমূল। আগামিকাল থেকে জেলা সফর শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দলের অভ্যন্তরে নেতাদের নিজেদের মধ্যে দূরত্ব ঘোচানো নিয়ে কড়া অবস্থান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। কে কেমন দলীয় প্রচার ও অন্যান্য কাজে থাকছে তাও নজরে রাখবে শীর্ষ নেতৃত্ব। ঔদ্ধত্য না দেখিয়ে আজ থেকে বুথ ভিত্তিক প্রচারে নামতে বলা হয়েছে।
আরও পড়ুন :সিগারেট, বিড়ি, পানমশলা…দাম বাড়ছে ১ ফেব্রুয়ারি থেকে! চাপছে নতুন কর, জানাল কেন্দ্র
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারী দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী-সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই। তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ, ভালোবাসা ও দোয়ায় পরিপূর্ণ। আপনাদের অকুন্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াইয়ে অবিচল আমরা। কোনও রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। মা-মাটি-মানুষ পরিবারের সকল একনিষ্ঠ কর্মী, সমর্থককে জানাই প্রণাম ও শ্রদ্ধা৷’’
দলের কর্মীদের একসাথে কাজ চালানোর ব্যাপারে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
