Vande Bharat Sleeper: কলকাতা পাচ্ছে বন্দে ভারত স্লিপার! কত ভাড়া, কোথায় যাবে? চলতি মাসেই নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন

Last Updated:
মন্ত্রক জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে আরও আটটি এবং বছরের শেষ নাগাদ আরও ১২টি ট্রেন চালু করার লক্ষ্য নিয়েছে। আগামী বছরগুলিতে মোট ২০০টি স্লিপার ট্রেন চালু করার লক্ষ্য রয়েছে।
1/9
নজরে নির্বাচন! দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেন পেতে চলেছে বাংলা-অসম। কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত প্রতিদিন চলবে এই বন্দেভারত স্লিপার ট্রেন। উদ্বোধন চলতি মাসেই। ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ এবং অসম দুটি রাজ্যেই বিধানসভার মেয়াদ আগামী মে মাসে শেষ হচ্ছে৷ আগামী মার্চ এবং এপ্রিলের দিকে দু’টি রাজ্যেই রয়েছে নির্বাচন।
নজরে নির্বাচন! দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেন পেতে চলেছে বাংলা-অসম। কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত প্রতিদিন চলবে এই বন্দেভারত স্লিপার ট্রেন। উদ্বোধন চলতি মাসেই। ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ এবং অসম দুটি রাজ্যেই বিধানসভার মেয়াদ আগামী মে মাসে শেষ হচ্ছে৷ আগামী মার্চ এবং এপ্রিলের দিকে দু’টি রাজ্যেই রয়েছে নির্বাচন।
advertisement
2/9
রেলমন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, দিন পনেরোর মধ্যে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হবে এই ট্রেন। প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। উনি সময় চূড়ান্ত করলেই হবে উদ্বোধন৷
রেলমন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, দিন পনেরোর মধ্যে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হবে এই ট্রেন। প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। উনি সময় চূড়ান্ত করলেই হবে উদ্বোধন৷
advertisement
3/9
রেলমন্ত্রী জানিয়েছেন, ১৬ কোচের ট্রেনে থাকবে থ্রি এসি, টু এসি আর ফার্স্ট এসি ট্রেন। ৮২৩ যাত্রী বহন করবে এই ট্রেন। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিমি৷ ওভার নাইট যাত্রা করবে এই ট্রেন৷ থাকবে ধাক্কা প্রতিরোধী বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা ‘কবচ’,  থাকছে টক ব্যাক সিস্টেম৷
রেলমন্ত্রী জানিয়েছেন, ১৬ কোচের ট্রেনে থাকবে থ্রি এসি, টু এসি আর ফার্স্ট এসি ট্রেন। ৮২৩ যাত্রী বহন করবে এই ট্রেন। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিমি৷ ওভার নাইট যাত্রা করবে এই ট্রেন৷ থাকবে ধাক্কা প্রতিরোধী বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা ‘কবচ’, থাকছে টক ব্যাক সিস্টেম৷
advertisement
4/9
রেলমন্ত্রী জানিয়েছেন, ১৬ কোচের ট্রেনে থাকবে থ্রি এসি, টু এসি আর ফার্স্ট এসি ট্রেন। ৮২৩ যাত্রী বহন করবে এই ট্রেন। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিমি৷ ওভার নাইট যাত্রা করবে এই ট্রেন৷ থাকবে ধাক্কা প্রতিরোধী বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা ‘কবচ’,  থাকছে টক ব্যাক সিস্টেম৷
রেলমন্ত্রী জানিয়েছেন, ১৬ কোচের ট্রেনে থাকবে থ্রি এসি, টু এসি আর ফার্স্ট এসি ট্রেন। ৮২৩ যাত্রী বহন করবে এই ট্রেন। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিমি৷ ওভার নাইট যাত্রা করবে এই ট্রেন৷ থাকবে ধাক্কা প্রতিরোধী বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা ‘কবচ’, থাকছে টক ব্যাক সিস্টেম৷
advertisement
5/9
চলতি বছরেই আরও ১২টি (৬ জোড়া) বন্দেভারত স্লিপার কোচ দেশজুড়ে চালু হবে৷ ২০২৭ সালের অগস্টে আশা করছি বুলেট ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী
চলতি বছরেই আরও ১২টি (৬ জোড়া) বন্দেভারত স্লিপার কোচ দেশজুড়ে চালু হবে৷ ২০২৭ সালের অগস্টে আশা করছি বুলেট ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী
advertisement
6/9
ট্রেনটিতে ১৬টি কোচ থাকবে - ৬১১ আসন বিশিষ্ট ৩এসি-র জন্য ১১টি, ১৮৮ আসন বিশিষ্ট ২এসি-র জন্য ৪টি এবং ২৪ আসন বিশিষ্ট প্রথম এসি-র জন্য একটি। এই কোচগুলির সম্মিলিত ধারণক্ষমতা ৮২৩ জন হবে।
ট্রেনটিতে ১৬টি কোচ থাকবে - ৬১১ আসন বিশিষ্ট ৩এসি-র জন্য ১১টি, ১৮৮ আসন বিশিষ্ট ২এসি-র জন্য ৪টি এবং ২৪ আসন বিশিষ্ট প্রথম এসি-র জন্য একটি। এই কোচগুলির সম্মিলিত ধারণক্ষমতা ৮২৩ জন হবে।
advertisement
7/9
ভ্রমণের আনুমানিক খরচ হবে ৩ টিয়ারের জন্য ২,৩০০ টাকা, ২ টিয়ারের জন্য ৩,০০০ টাকা এবং প্রথম এসির জন্য ৩,৬০০ টাকা। মন্ত্রী ব্যাখ্যা করেছেন যে ৩এসি-র জন্য প্রতি কিলোমিটারে ২.৪০ টাকা, ২ এসির জন্য ৩.১০ টাকা এবং ১এসির জন্য ৩.৮০ টাকা খরচ হবে।
ভ্রমণের আনুমানিক খরচ হবে ৩ টিয়ারের জন্য ২,৩০০ টাকা, ২ টিয়ারের জন্য ৩,০০০ টাকা এবং প্রথম এসির জন্য ৩,৬০০ টাকা। মন্ত্রী ব্যাখ্যা করেছেন যে ৩এসি-র জন্য প্রতি কিলোমিটারে ২.৪০ টাকা, ২ এসির জন্য ৩.১০ টাকা এবং ১এসির জন্য ৩.৮০ টাকা খরচ হবে।
advertisement
8/9
মন্ত্রক জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে আরও আটটি এবং বছরের শেষ নাগাদ আরও ১২টি ট্রেন চালু করার লক্ষ্য নিয়েছে। আগামী বছরগুলিতে মোট ২০০টি স্লিপার ট্রেন চালু করার লক্ষ্য রয়েছে।
মন্ত্রক জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে আরও আটটি এবং বছরের শেষ নাগাদ আরও ১২টি ট্রেন চালু করার লক্ষ্য নিয়েছে। আগামী বছরগুলিতে মোট ২০০টি স্লিপার ট্রেন চালু করার লক্ষ্য রয়েছে।
advertisement
9/9
 চেয়ার কার এবং বন্দে মেট্রোর পরে তৃতীয় শ্রেণীর হল বন্দে ভারত স্লিপার ভেরিয়েন্ট। এই আধা-উচ্চ-গতির ট্রেনগুলির নকশার গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত এবং এই ট্রেনটি উভয় দিক থেকে সপ্তাহে ছয় দিন চলাচল করবে।
চেয়ার কার এবং বন্দে মেট্রোর পরে তৃতীয় শ্রেণীর হল বন্দে ভারত স্লিপার ভেরিয়েন্ট। এই আধা-উচ্চ-গতির ট্রেনগুলির নকশার গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত এবং এই ট্রেনটি উভয় দিক থেকে সপ্তাহে ছয় দিন চলাচল করবে।
advertisement
advertisement
advertisement