উল্টোডাঙা উড়ালপুলের ঘটনার ফলে কাঁকুড়গাছি, মানিকতলা, বেঙ্গল কেমিক্যালস সহ উল্টোডাঙ্গা দিক থেকে যাওয়ার সব রাস্তায় গাড়ির গতি স্লথ হয়েছে৷ অন্যদিকে শ্যামবাজারের দিকে যাওয়ার সব রাস্তায় তীব্র যানজট৷ এরফলে সল্টলেক থেকে অফিস ফেরত মানুষ পড়ছেন সমস্যায়৷
আরও পড়ুন ফের বড়সড় ফাটল, বন্ধ উল্টোডাঙা উড়ালপুল, যানজটে স্তব্ধ কলকাতা
মা উড়ালপুল পর্যন্ত প্রায় ছাড়িয়ে গিয়েছে যানজট৷ একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়েছে৷ ট্র্যাফিক পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে একের পর এক গাড়ি পার করানোর চেষ্টা চালাচ্ছে৷ কলকাতা পুলিশ এবং বিধান নগর পুলিশের পক্ষ থেকে সমস্ত গাড়ি চিংড়িঘাটার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে৷ নিউ টাউন বিশ্ব বাংলা সরণী হয়ে যারা এয়ারপোর্টের দিকে যাবেন তারাও সমস্যায় পড়ছেন৷ যান নিয়ন্ত্রণের জেরে তীব্র যানজট হচ্ছে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2019 9:24 PM IST