#কলকাতা: ফের উড়ালপুল নিয়ে বিপদে মহানগর ৷ ফের ফাটল সমস্যায় উল্টোডাঙা উড়ালপুল ৷ বড়সড় ফাটল নজরে আসায় দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল উত্তর কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতু ৷ উড়ালপুলের দু’দিকেই বন্ধ যান চলাচল ৷ যান নিয়ন্ত্রণের জেরে তীব্র যানজটে স্তব্ধ উত্তর কলকাতা ৷ যানজটের প্রভাব ছড়িয়েছে গোটা উত্তর ও মধ্য কলকাতায় ৷
কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ দিন বন্ধ থাকবে উড়ালপুল ৷ কাল উড়ালপুল পরিদর্শনে যাবেন ইঞ্জিনিয়াররা ৷ এর আগেও দুর্ঘটনা ঘটে এই উড়ালপুলে ৷ ২০১৩ সালের ৩ মার্চ উল্টোডাঙা উড়ালপুলের ভিআইপির দিক থেকে বাইপাস যাওয়ার দিকের Rampটি ভেঙে পড়ে ৷ মেরামত করা অংশেই ফের ফাটল নজরে এসেছে বলে খবর ৷ পোস্তা উড়ালপুল দুর্ঘটনার থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি উল্টোডাঙা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয় ৷
মেরামতি করা অংশেই ফাটল। ফাটল এমনই যে ই এম বাইপাস-ভিআইপি রোডে যাওয়া-আসার দুটি ব্রিজই তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। স্থানীয়রা প্রথমে এই ফাটল দেখতে পান। তাঁরা খবর দেন বিধাননগর পুলিশকে। পুলিশ খবর দেয় কেএমডিএকে। এরপর কেএমডিএর বিশেষজ্ঞরা পুলিশের সঙ্গে কথা বলেন। ফাটল এমনই যে সিদ্ধান্ত হয়েছে, শুক্রবার পর্যন্ত উল্টোডাঙা উড়ালপুল বন্ধ থাকবে।