পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। শনি এবং রবিবার সেই ভিড় আরও বাড়ছে। সপ্তাহন্তের সেই ভিড় সামাল দিতে আগেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবার সপ্তাহান্তে চলবে অতিরিক্ত সরকারি স্পেশ্যাল বাসও। এমনই জানিয়ে দিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
আরও পড়ুন: পুজোর আগেই উদ্বোধন হবে টালা ব্রিজের, চলছে জোরকদমে শেষ মুহূর্তের কাজ
advertisement
আগামী ১০ সেপ্টেম্বর থেকে মহালয়ায় দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি শনি, রবি ও সরকারি ছুটির দিন চলবে অতিরিক্ত বাস। বেলা বারোটা থেকে রাত ন’টা পর্যন্ত শহরের জনপ্রিয় পুজো শপিং ডেস্টিনেশন ছুঁয়ে ন’টি রুটের স্পেশ্যাল নন এসি বাস চলবে। ভাড়া সাধারণ বাসের মতোই। পুজোর আগে মোট ৬ দিন মিলবে এই পরিষেবা। বাসের সামনে লেখা থাকবে ‘পুজো শপিং স্পেশ্যাল’, ফলে আমজনতার বুঝতে সুবিধা হবে।ম
ধ্য কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন, নিউ মার্কেট- এসপ্ল্যানেড চত্বর থেকে বাস ছাড়বে। এসপ্ল্যানেড-হাওড়া রুটে আর আর অ্যাভিনিউ-রাজভবন-বিবাদি বাগ-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ পর্যন্ত ৬ বার যাতায়াত করবে বাসটি।এসপ্ল্যানেড-ডানলপ রুটে সিআর অ্যাভিনিউ-সেন্ট্রাল মেট্রো-গিরিশ পার্ক-বিবেকানন্দ রোড-হাতিবাগান-শ্যামবাজার-বিটি রোড-সিঁথি হয়ে ৩ বার যাতায়াত করবে সরকারি স্পেশ্যাল আরও একটি বাস।
উত্তর কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন হাতিবাগানশ্যামবাজার চত্বর। সেখান থেকে বাস চলবে, শ্যামবাজার-ব্যারাকপুর কোর্ট রুটে বিটি রোড-চিড়িয়ামোড়-রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-সিঁথি-ডানলপ-টিটাগড়-সোদপুর হয়ে চলবে ২ বার।দক্ষিণ কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন গড়িয়াহাট চত্বর থেকে বাস চলবে, গড়িয়াহাট-হাওড়া স্টেশন রুটে দেশপ্রিয় পার্ক-রাসবিহারী ক্রসিং-হাজরা-এক্সাইড-পার্ক স্ট্রিট মেট্রো- মেয়ো রোড-আকাশবাণী হয়ে চলবে ৩ বার। গড়িয়াহাট-পর্ণশ্রী রুটে দেশপ্রিয় পার্ক-রাসবিহারী-টালিগঞ্জ ফাঁড়ি-তারাতলা হয়ে চলবে ৩ বার।গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা রুটে দেশপ্রিয় পার্ক-চেতলা-তারাতলা হয়ে চলবে ৩ বার।