পুজোর আগেই উদ্বোধন হবে টালা ব্রিজের, চলছে জোরকদমে শেষ মুহূর্তের কাজ

Last Updated:

এ বার সেই সেতু ৪ লেনের সেতু হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। ভারবহন ক্ষমতাও বৃদ্ধি পেতে চলেছে এই সেতুর।

চলছে শেষ মুহূর্তের কাজ
চলছে শেষ মুহূর্তের কাজ
#কলকাতা:  পুজোর আগেই উদ্বোধন হতে চলেছে নব রূপের টালা ব্রিজ।  জোর কদমে চলছে টালা ব্রিজ নির্মাণের শেষ মুহূর্তের কাজ। সোমবার এলাকায় গিয়ে দেখা গেল তৎপরতা তুঙ্গে। ব্রীজ নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়ার থেকে পূর্ত দফতরের আধিকারিকরা সরেজমিনে খতিয়ে দেখছেন শেষ মুহূর্তের  কাজ।  দীর্ঘ সময় ধরে বন্ধ শহরের অন্যতম লাইফ লাইন এই ব্রিজ। ফলে গত দু'বছর ঘুরপথে উত্তর কলকাতার মানুষকে যাতায়াত করতে হচ্ছে। অতিরিক্ত চাপ নিতে হচ্ছে কাশিপুর, বাগবাজার, টালার বিকল্প রাস্তাগুলিকে৷ তবে এই ব্রিজ চালু হয়ে গেলে সেই সমস্যার সমাধান হবে শহরবাসীর জন্য। ৭৫০ মিটার দীর্ঘ এই সেতুর দু' পাশেই এ বার রাখা হচ্ছে সাধারণ মানুষের হাঁটার রাস্তা।  আগের টালা ব্রিজ ছিল ৩ লেনের।
এ বার সেই সেতু ৪ লেনের সেতু হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। ভারবহন ক্ষমতাও বৃদ্ধি পেতে চলেছে এই সেতুর। এই ব্রিজের আগে যেখানে ১৫০ টন ভারবহন ক্ষমতা ছিল সেখানে এখন নতুন ব্রিজের ভারবহন ক্ষমতা হচ্ছে ৩৫০ টন অর্থাৎ দ্বিগুণেরও বেশি। বড় স্বস্তির খবর উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির মানুষের জন্য। শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে টালা ব্রিজ নির্মাণের কাজ। পূর্ত দফতরের প্রধান সচিব অন্তরা আচার্য বলেন, 'পুজোর আগেই সূচনা হয়ে যাবে এই ব্রিজের। ব্রিজের মূল নির্মাণকাজ প্রায় শেষ। চলছে রাস্তার অংশের ঢালাই এবং গার্ডওয়াল  রং করার কাজ'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মহালয়ার আগেই ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ করে তা উদ্বোধন করতে। সেই মতোই  পূর্ত দফতর একপ্রকার যুদ্ধকালীন তৎপরতাতেই নির্দিষ্ট সময়ের মধ্যে  টালা ব্রিজের কাজ শেষ করতে চাইছে।
advertisement
advertisement
বলাবাহুল্য,  ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা ব্রিজে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। এর কিছু দিনের মধ্যেই টালা সেতু ভাঙার কাজও শুরু হয়ে যায়। উত্তর কলকাতার এই  গুরুত্বপূর্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর জানা গিয়েছিল, তার জীর্ণ অবস্থার কথা। তার পরেই রেলের সঙ্গে দফায় দফায় আলোচনার পর সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে সেই টালা ব্রিজ  এখন উদ্বোধনের অপেক্ষায়।
advertisement
VENKATESWAR LAHIRI  
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর আগেই উদ্বোধন হবে টালা ব্রিজের, চলছে জোরকদমে শেষ মুহূর্তের কাজ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement