TRENDING:

Sealdah Train service: আগুনের ফুলকি থেকে আতঙ্ক! শিয়ালদহ দক্ষিণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা

Last Updated:

ডায়মন্ড হারবারগামী লোকাল ট্রেনে আগুনের ফুলকি দেখা যায়। যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরোচ্ছিল বলে খবর। যার জেরে সুভাষগ্রামে বহুক্ষণ স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেন। আপাতত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগের মুখে যাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লোকাল ট্রেনে আগুনের ফুলকি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। রবিবার বেলা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। শুধুমাত্র বজবজ ও ক্যানিং লোকাল চলছিল। দুর্ভোগের ছবি স্টেশন চত্বরে। ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন অসংখ্য যাত্রী। এর পরই স্বস্তির খবর এল দুপুর গড়িয়ে।
৩ ঘণ্টা ২০ মিনিট পর চালু হল ট্রেন।
৩ ঘণ্টা ২০ মিনিট পর চালু হল ট্রেন।
advertisement

৩টে বেজে ৩৩ মিনিটে চালু হল  ট্রেন। লক্ষ্মীকান্তপুর লোকাল স্টেশন ছাড়ল। ৩ ঘণ্টা ২০ মিনিট পর ট্রেন চলল আবার।

রবিবার বেলার দিকে ডায়মন্ড হারবারগামী লোকাল ট্রেনে আগুনের ফুলকি দেখা যায়। যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরোচ্ছিল বলে খবর। যার জেরে সুভাষগ্রামে বহুক্ষণ স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। আপাতত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগের মুখে যাত্রীরা।

advertisement

আরও পড়ুন- এক পোর্টালেই ৫০ সমস্যার সমাধান! গ্রামবাসীর মুখে হাসি, ত্রিপুরা সরকারের উদ্যোগকে কুর্নিশ মোদির

স্থানীয় সূত্রে খবর, রবিবার শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল লোকাল ট্রেনটি। বেলা ১২টা ১২ মিনিট নাগাদ সুভাষগ্রামে পৌঁছনোর পর যাত্রীরা ট্রেনের চাকার উপরে আগুনের ফুলকি দেখতে পান। প্ল্যাটফর্ম থেকেই চিৎকার করে ওঠেন অনেকে। তাতেই দাঁড়িয়ে যায় ট্রেন।

advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যান রেল আধিকারিকেরা। কী কারণে চাকার উপরের দিকে আগুনের ফুলকি বেরোচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে। তবে আপাতত ট্রেন ওই স্টেশনেই দাঁড়িয়ে। শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বারুইপুর, কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুরের দিকে ট্রেন যেতে পারছে না।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অবশ্য আপ ট্রেনের পরিষেবা স্বাভাবিক রয়েছে। এই বিভ্রাটের সময়ে সোনারপুর থেকে একটি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Train service: আগুনের ফুলকি থেকে আতঙ্ক! শিয়ালদহ দক্ষিণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল