জানা গিয়েছে, বিধাননগর ও দমদম স্টেশনের মাঝে আপ লাইনে বিদ্যুৎ সংযোগ নিয়ে সমস্যা ৷ দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেলকর্মীরা ৷ দ্রুত গতিতে চলছে কম ৷ সূত্রের খবর, রাত ৮টার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম ৷ ডাউন লাইন দিয়ে আপ ও ডাউন ট্রেন চালিয়ে পরিষেবা সচল রাখার চেষ্টা করা হচ্ছে ৷ স্টেশনে স্টেশনে আটকে পড়েছেন নিত্যযাত্রীরা ৷
advertisement
আরও পড়ুন
২০০ ও ২০০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
সকাল থেকেই অটো সিগনালিংয়ের কাজের জেরে শিয়ালদা মেন শাখায় ১৫৮টি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। সপ্তাহের শেষে ট্রেনযাত্রীদের দুর্ভোগের একশেষ ৷ ইছাপুর থেকে বারাকপুর পর্যন্ত অটো সিগনালিংয়ের কাজের জন্য শুক্রবার থেকে সোমবার, এই চার দিনে, শিয়ালদা মেন শাখায় ১৫৮টি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এর জেরে শুক্রবার সকালে থেকেই ভোগান্তিতে পড়েন নিত্যাযাত্রীরা। অফিস টাইমে স্টেশনগুলিতে ছিল ব্যাপক ভিড়। একে একাধিক ট্রেন বাতিল। যে ক’টি চলেছে, তাতে আবার ভিড়ের ঠেলায় অনেকে উঠতেই পারেননি। এরপর রাত বাড়তেই লাইনে বিদ্যুৎ বিভ্রাট ৷ সময় মিলিয়ে বেহাল শিয়ালদহ মেন শাখায় ট্রেন পরিষেবা ৷
আরও পড়ুন
আগামী ৪ দিন বাতিল ১৫৮টি ট্রেন, ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা