নারী সুরক্ষায় বিশেষ সতর্ক লালবাজার। কলকাতা পুলিশের উইনার্স বাহিনী যেমন টহলদারি চালাবে পার্ক স্ট্রিটে, তেমনই স্কুটি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় থাকবে তাদের নজর। ডেপুটি কমিশনার, অ্যসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রা থাকবেন নজরদারিতে।
আরও পড়ুনঃ জমি বিরোধ ঘিরে অসমের কার্বি আংলং-এ ফের হিংসা! পুলিশের উপর হামলা, বন্ধ ইন্টারনেট
advertisement
পার্ক স্ট্রিটের ভিড় সামাল দিতে এবং অ্যালান পার্কের উৎসব সুষ্ঠু ভাবে করতে জোন ধরে নিরাপত্তার ব্যবস্থা এবং সাধারণ মানুষের হেঁটে চলার ব্যবস্থা থাকছে। বিশেষ ব্যবস্থার মধ্যে থাকছে ড্রোনের সাহায্যে এরিয়াল ভিউতে নজরদারি।
এছাড়াও ওয়াচ টাওয়ার, ক্যুইক রেসপন্স টিম, অ্যাম্বুলান্স থাকছে পার্ক স্ট্রিটে। সাদা পোশাকেও বিভিন্ন জায়গায় পুলিশ থাকছে ক্রিসমাসে।
ট্রাফিক ব্যবস্থা
২৪ ডিসেম্বর বিকেল চার থেকে ২৫ তারিখ ভোর চারটে এবং ২৫ ডিসেম্বর বিকেল চারটে থেকে ভিড় যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকা, ময়দান, ধর্মতলা এলাকায় ভারী ও পন্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
২৪ ডিসেম্বর পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকার বড় রাস্তাগুলোতে ভিড় পরিস্থিতির ওপর নির্ভর করেই গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
প্রয়োজন পড়লে সাময়িক ভাবে বন্ধ করা হতে পারে পার্ক স্ট্রিটের রাস্তায় গাড়ি চলাচল। তবে সবটাই নির্ভর করছে ২৪ তারিখ সন্ধ্যায় পার্ক স্ট্রিটের মানুষের ভিড় কেমন থাকছে।
২৫ ডিসেম্বরও একই ভাবে ভিড় ও জনসমাগম থেকে বিবেচনা করা হবে যান নিয়ন্ত্রণের বিষয়টি।
