দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর, পূজন বিশ্বাস বক্তব্য রেখে বলেছেন, "বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে সবাইকে সঙ্গবদ্ধ, একজোট লড়াই করতে হবে। আমরা দেখেছি বাংলায় নির্বাচনের সময় বিজেপি তৃণমূল কংগ্রেসের ওপর প্রচুর অত্যাচার চালিয়েছে কিন্তু তাও তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়ে আবার ক্ষমতায় ফিরে এসেছে। সাড়ে চার বছরে বিজেপি - আইপিএফটির যে সরকার জনকল্যাণমূলক কোনো কাজ তারা করতে পারেনি। প্রতিনিয়ত প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু একটাও বাস্তবায়িত করা হয়নি।"
advertisement
আরও পড়ুন: নবান্ন অভিযানই শেষ নয়, সবে শুরু! কালী পুজোর পর বড় ইঙ্গিত সুকান্ত মজুমদারের
এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে টিডিএফের সভাপতি পূজন বিশ্বাস তার পুরো দলকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।"
আরও পড়ুন: উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন? অভিষেককে নিশানা দিলীপের! চরম হুঁশিয়ারি
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব বলেছেন, "আমাদের লড়াইটা রাজনৈতিক, জনতা বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই। ত্রিপুরা রাজ্যে সাড়ে চার বছরে কিছু কাজ করেনি কিন্তু তৃণমূল কংগ্রেস মাঠে এসেছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে।"
ত্রিপুরায় ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাড়াতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তার আগেই তৃণমূল কংগ্রেসে কার্যত মিশে যেতে চলেছে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট। রাজ্যের বর্ষীয়ান নেতা পীযুষ বিশ্বাস এবং তার ছেলে পূজন বিশ্বাসের পাহাড়ে সংগঠন মজবুত।এর ফলে রাজনৈতিক ভাবে লাভবান হবে ঘাসফুল শিবির বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।সূত্রের খবর প্রদ্যুত কিশোর মানিক্যর দল তিপ্রামথার সঙ্গে একাধিক বৈঠকের পর তৃণমূলে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেয় টি ডি এফ নেতৃত্ব।তবে কি আগামী বিধানসভা নির্বাচনে জোটের পথে হাঁটবে তৃণমূল এবং তীপ্রামথা??? জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত কংগ্রেস ভেঙে তৈরি হয় টিডিএফ।