TRENDING:

Ed on Ssc Scam: ইডির উদ্ধার করা টাকার সঙ্গে কোনও সম্পর্ক নেই, সুব্রত-তাপস পালদের প্রসঙ্গ তুলছে তৃণমূল

Last Updated:

Ed on Ssc Scam: ২২ জুলাই সকাল থেকে ইডি'র আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই এই তদন্তে টালিগঞ্জের এক আবাসন থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতিহিংসার রাজনীতি নিয়ে অভিযোগ তুললেও। ইডি'র তদন্তে উদ্ধার হওয়া অর্থের সাথে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই বলে জানিয়ে দিলেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ট্যুইটে জানিয়েছেন, "ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে,  দল তা নজর রাখছে। যথা সময়ে বক্তব্য জানাবে।"
বাজেয়াপ্ত ২১ কোটি টাকা
বাজেয়াপ্ত ২১ কোটি টাকা
advertisement

প্রসঙ্গত, ২২ জুলাই সকাল থেকে ইডি'র আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই এই তদন্তে টালিগঞ্জের এক আবাসন থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা৷ সেই অর্থের সাথে যোগ নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি৷ সেই পরিপ্রেক্ষিতে কুণালের এই ট্যুইট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ঘুরতে-ঘুরতে গাড়ি পৌঁছল জোকায়, কাঁচের ওপারে পার্থ চট্টোপাধ্যায়! ধেয়ে এল প্রশ্ন

advertisement

অন্যদিকে গতকাল বিকেলেই তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। ২১ জুলাইয়ের সমাবেশ দেখে ভয় পেয়েছে৷ তৃণমূল কংগ্রেস মেরুদণ্ড আছে৷ তাই ওদের সামনে মাথা নত করা হবে না। যদি কেন্দ্রীয় এজেন্সির এই ধরণের চাপ তৈরির কারণে কোনও ক্ষতি হয় নেতাদের তাহলে পালটা ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত শুক্রবার সকাল থেকেই রাজ্যের ১৩ জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি এখনও চলছে রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে। এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

advertisement

আরও পড়ুন: সাসপেন্সে ইতি, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে ইডি

এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন,আজকে দেশের যা অবস্থা তা সাধারণ মানুষ দেখছেন। দেশ একটা অদ্ভুত পরিস্থিতিতে চলছে। বিরোধী শক্তি কথা বলতে চাইলেই, কেন্দ্রের শাসক দল নখ, দাঁত নিয়ে বেরিয়ে আসছে। বাংলায় এটা বেশি করে করছে। গতকাল ২১ জুলাই বিশাল সমাবেশ করা হয়েছে। গতকালের এই সমাবেশের পরেই প্রতিহিংসা শুরু করেছে। মাঝ রাত থেকেই শুরু হয়েছে। মানুষের মন ঘোরাতে চেষ্টা করেছেন। যদিও বাংলার মানুষ তা মেনে নেবেন না। আমাদের মেরুদণ্ড আছে। ওদের মেরুদণ্ড আছে ইডি, সিবিআই নিয়ে।সারদা কর্তা সুদীপ্ত সেন বারবার বিরোধী দলনেতার কথা বললেও ব্যবস্থা নিতে দেখিনি। আসামের মুখ্যমন্ত্রীকেও দেখিনি। এই প্রতিহিংসার ফলে যদি আমাদের নেতা-কর্মীর শারীরিক ও মানসিক ক্ষতি হলে আমরা ছেড়ে কথা বলব না। ইডি, সিবিআই কে ধরব৷ সুব্রত মুখোপাধ্যায়, তাপস পাল, সুলতান আহমেদকে হারিয়েছি। বলিষ্ঠ নেতাদের হারিয়েছি৷ এবার হুঁশিয়ারি দিয়ে বলছি ছেড়ে কথা বলব না৷ হাজার চাপের কাছেও আমরা মাথা নত করব না। এই ধরণের চাপ সৃষ্টি করে যা করছে এর তীব্র বিরোধিতা জানাই। গতকালের সমাবেশ দেখে ভয় পেয়েছে। তাই মাঝরাত থেকে এই সব করছে। এর পাশাপাশি আয়কর বিভাগের তরফে তল্লাশি চলছে পিংলায় মন্ত্রী পার্থ চ্যাটার্জির এক আত্মীয়ের বাড়িতেও। সেই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,  অদ্ভূত ব্যাপার ১৩'টি জায়গায় একসাথে করছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের জাগ্রত লোবা মায়ের ঐতিহ্যবাহী রীতিনীতি! পুজোর সঙ্গে জড়িয়ে ৩০০ বছরের প্রাচীন ইতিহাস
আরও দেখুন

পিংলাতেও ইনকাম ট্যাক্স রেইড করছে পার্থ চ্যাটার্জির আত্মীয়ের বাড়িতে। সাঁড়াশির মাথা ভোঁতা কি করে করতে হয় সেটা আমরা জানি।ইতিমধ্যেই পরেশ অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, তিনি তার স্ত্রী-মেয়ের সাথে যোগাযোগ করতে পারছেন না৷ কোনও নোটিশ না দিয়েই এই তল্লাশি চলছে। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, পরেশ অধিকারী তার অসুবিধার কথা বলছেন। এই সব এজেন্সির নিরপেক্ষতা নেই৷ তাই আমাদের প্রশ্ন উঠেছে। যদি নিরপেক্ষতা থাকত তাহলে শুভেন্দুকে অন্তত জিজ্ঞাসাবাদ করত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ed on Ssc Scam: ইডির উদ্ধার করা টাকার সঙ্গে কোনও সম্পর্ক নেই, সুব্রত-তাপস পালদের প্রসঙ্গ তুলছে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল