আগামী ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে হঠাৎ করে B.Com সেমিস্টার ৪ এবং B.A.LLB সেমিস্টার ৪-এর পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে ঠিক দুপুর ২টো থেকে বিকেল ৫টা — এটি কোনও সাধারণ অ্যাকাডেমিক সিদ্ধান্ত নয় বলে মনে করছেন টিএমসিপির নেতারা। তাঁদের অভিযোগ, এটি স্পষ্ট করে দিয়েছে যে, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া হচ্ছে এবং বিষয়টি দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল।
advertisement
তাঁদের অভিযোগ, এই সিদ্ধান্ত কেবল তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক ছাত্রছাত্রীদেরই নয়, বরং সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদেরও চরম অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, এই বেআইনি অনুপ্রবেশকারী উপাচার্যর এমন আত্মকেন্দ্রিক পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক, গণতন্ত্রবিরোধী এবং নিন্দনীয়।