TRENDING:

TMC Vs BJP: বাংলার বিজেপিকে সতর্ক করুন, অমিত শাহের কাছে দাবি তুলল তৃণমূল!

Last Updated:

TMC Vs BJP: তাপস রায়ের সংযোজন, ''আমরা সংবিধান সম্মত, আইন সম্মত ও বিধানসভার রীতি মেনেই অধ্যক্ষকে লিখিত মারফত তাই জানিয়েছি।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সতর্ক করুন বঙ্গ বিজেপিকে। ফের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ”অমিত শাহের ফ্লপ সভা ঢাকতে গতকাল ফের জাতীয় সঙ্গীত অবমাননা করা হয়েছে৷ দেশবিরোধী কাজ করা হয়েছে৷ যা নিয়ে বিজেপির কেন্দ্র বা রাজ্যের কোনও নেতা ক্ষমা অবধি চাইলেন না৷ একটা কদর্য কাজ করছেন৷ অমিত শাহের উচিত এদের সতর্ক করা, নিন্দা করা৷ অমার্জনীয় অপরাধের জন্য যেন ক্ষমা চায়। এই স্পর্ধা,ঔদ্ধত্য। জাতীয় সঙ্গীত অবমাননা করার৷ জঘন্য রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার প্রতিবাদ আমরা করছি৷ মানুষ যেন সমুচিত জবাব দেয়।”
বিজেপির বিরুদ্ধে ফুঁসছে তৃণমূল
বিজেপির বিরুদ্ধে ফুঁসছে তৃণমূল
advertisement

তাপস রায়ের সংযোজন, আমরা সংবিধান সম্মত, আইন সম্মত ও বিধানসভার রীতি মেনেই অধ্যক্ষকে লিখিত মারফত তাই জানিয়েছি। স্পিকার সচিবালয় মারফত জানিয়েছেন পুলিশকে। প্রয়োজনে প্রস্তাব নেওয়া হতে পারে। গতকাল ৬-৭ জনের নামে অভিযোগ করেছি৷”

আরও পড়ুন: আদালতের এক নির্দেশেই মাথায় হাত জ্যোতিপ্রিয়র! কড়া নজর ইডি-র, কে এল-কে গেল?

এরপরই শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়ে তৃণমূল নেতা বলেন, ”শুভেন্দুর ট্যুইটের প্রতিক্রিয়া জানাতে আমার রুচিতে বাঁধে৷ ওদের দলে একটা দ্বন্দ্ব বাড়ছে৷ ওদের বোধহয় চাপ হয়েছে, কে কত বড়, সেটা বোঝাতে কদর্য শব্দ ব্যবহার করো৷ দিলীপ বড় না সুকান্ত বড় না শুভেন্দু বড় সেটা জাহির করার প্রচেষ্টা চলছে। গত ২০ বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতেন দু’বেলা। একটা মানুষের নিজের সংস্কৃতি থাকে৷ মাতৃসমা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন শব্দ৷ বাংলার মানুষ জবাব দিতে তৈরি হচ্ছে।

advertisement

আরও পড়ুন: আর কিছুতেই ফাঁস হবে না মাধ্যমিকের প্রশ্নপত্র! এমন ব্যবস্থা করল পর্ষদ, প্রশ্নফাঁস অসম্ভব

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বিধায়ক সুমনের কাঞ্জিলালের নামও রয়েছে তৃণমূলের অভিযোগ পত্রে। সেই প্রসঙ্গে তাপস রায় বলেন, ”যাতায়াতের সময় বোধহয় কেউ ওদিকে দেখে ফেলে তাঁকে৷ আমি যতদূর জানি, সুমন বোধহয় বিজেপিতে নেই৷ পরিষদীয় দল ওর সঙ্গে কথা বলেছে৷ অভিযোগ হলেই তদন্ত হয়৷ সেক্ষেত্রে নিশ্চয়ই উঠে আসবে৷”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Vs BJP: বাংলার বিজেপিকে সতর্ক করুন, অমিত শাহের কাছে দাবি তুলল তৃণমূল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল