TRENDING:

West Bengal Bye Elections: উপনির্বাচনে কেন দেরি? আজ ফের নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

Last Updated:

যে পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা, তার মধ্যে ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে লড়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Bye Elections)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস৷ আজ, শুক্রবার দিল্লিতে তৃমমূলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই দাবি জানাবে৷ গত মাসেও একই দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদরা৷
advertisement

রাজ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পাশাপাশি দু'টি কেন্দ্রে ভোটগ্রহণও বাকি রয়েছে৷ যে পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা, তার মধ্যে ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে লড়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কারণ নন্দীগ্রাম কেন্দ্র থেকে পরাজিত হওয়ায় শপথ নেওয়ার ছ' মাসের মধ্যে যে কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে৷ নভেম্বর মাসে সেই সময়সীমা শেষ হচ্ছে৷ হাতে সময় থাকলেও দ্রুত উপনির্বাচন করানোর পক্ষে তৃণমূল৷ তাই এই দাবিতে নির্বাচন কমিশনের উপরে চাপ বজায় রাখতে চাইছে তারা৷

advertisement

তৃণমূলের এই তৎপরতার কারণ উপনির্বাচন নিয়ে বিজেপি-র কৌশল৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপি-র নেতারা স্পষ্ট করে দিয়েছেন, করোনা অতিমারির মধ্যে এখনই উপনির্বাচনের পক্ষে নয় তারা৷ নির্বাচন পিছিয়ে দিয়ে রাজ্যে শাসক দলকে বিপাকে ফেলার চেষ্টা করা হতে পারে, সেই আশঙ্কা রয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্বের মনেও৷

নির্বাচন কমিশন সূত্রে অবশ্য খবর, রাজ্যে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু এখনও উপনির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

ভবানীপুর ছাড়াও খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা৷ এ ছাড়াও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রে ভোটগ্রহণ বাকি রয়েছে৷ কারণ নির্বাচনের আগেই ওই দুই কেন্দ্রের দুই প্রার্থীর মৃত্যু হয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Bye Elections: উপনির্বাচনে কেন দেরি? আজ ফের নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল