TRENDING:

TMC on India alliance: উত্তর প্রদেশের মতো শেষ পর্যন্ত বাংলায় হবে জোট? তৃণমূলের অবস্থান জানালেন ডেরেক

Last Updated:

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াইয়ের ঘোষণা, নীতীশ কুমারের ফের বিজেপির হাত ধরার সিদ্ধান্তে জোর ধাক্কা খেয়েছিল ইন্ডিয়া জোট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : অন্য রাজ্যে যাই হোক না কেন, বাংলায় একলা লড়াইয়ের সিদ্ধান্ত থেকে সরে আসবে না তৃণমূল কংগ্রেস৷ উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির আসন রফা চূড়ান্ত হয়ে গিয়েছে৷ এর পরই বাংলায় ফের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হবে কি না, তা নিয়ে নতুন করে জল্পনা ছড়ায়৷
জোট নিয়ে অবস্থান জানিয়ে দিল তৃণমূল৷
জোট নিয়ে অবস্থান জানিয়ে দিল তৃণমূল৷
advertisement

সেই জল্পনায় জল ঢেলে দিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এক্স হ্যান্ডেলে জানিয়ে দিলেন, বাংলায় একলা লড়াই করার যে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, সেই অবস্থান বদল করছে না তৃণমূল৷ বরং অসমের বেশ কয়েকটি আসন এবং মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রটিতে তৃণমূল প্রার্থী দেওয়ার কথা বিবেচনা করছে বলেও জানিয়ে দিয়েছেন ডেরেক৷

advertisement

আরও পড়ুন: আপাতত গ্রেফতার করা যাবে না নওশাদ সিদ্দিকীকে! তৃণমূল নেতা খুনে হাইকোর্টে ‘বড়’ স্বস্তি আইএসএফ নেতার

ডেরেকের এই বক্তব্য থেকে স্পষ্ট, এই মুহুর্তে অন্তত কংগ্রেসের সঙ্গে কোনও সন্ধির পথে হাঁটছে না তৃণমূল৷ ফলে বাংলায় নতুন করে জোট আলোচনা শুরুর যে জল্পনা ছড়িয়েছিল, তাতেও জল ঢেলে দিল রাজ্যের শাসক দল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাবা নেই, মা হাসপাতালের সাফাই কর্মী, মেয়ে ফুটবল পায়ে দেশের মুখ উজ্জ্বল করল বিশ্ব দরবারে
আরও দেখুন

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াইয়ের ঘোষণা, নীতীশ কুমারের ফের বিজেপির হাত ধরার সিদ্ধান্তে জোর ধাক্কা খেয়েছিল ইন্ডিয়া জোট৷ কিন্তু গত কয়েকদিনে সেই ধাক্কা অনেকটাই সামলে উঠেছে কংগ্রেস৷ উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের আসন রফা আগেই চূড়ান্ত হয়েছিল৷ সূত্রের খবর, পঞ্জাবে আপ একা লড়ার সিদ্ধান্ত নিলেও দিল্লি, গুজরাত, গোয়া এবং হরিয়ানায় আপ- কংগ্রেস বোঝাপড়া চূড়ান্ত হয়ে গিয়েছে৷ এর পরই বাংলা নিয়ে ফের আশাবাদী হয়ে উঠেছিল কংগ্রেস হাইকম্যান্ড৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC on India alliance: উত্তর প্রদেশের মতো শেষ পর্যন্ত বাংলায় হবে জোট? তৃণমূলের অবস্থান জানালেন ডেরেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল