পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ৬০
তৃণমূল কংগ্রেস ৬০ অন্যান্য ০
পঞ্চায়েত সমিতি ২৫
তৃণমূল কংগ্রেস ২৫অন্যান্য ০
গ্রাম পঞ্চায়েত ২২৩
তৃণমূল কংগ্রেস ২২৩অন্যান্য ০
পশ্চিম মেদিনীপুর -গ্রাম পঞ্চায়েত ২১১
তৃণমূল কংগ্রেস ১৮৩ বিজেপি ২১ অন্যান্য ৭
পঞ্চায়েত সমিতি ২১
তৃণমূল কংগ্রেস ২০ বিজেপি ১
জেলা পরিষদ ৫১
তৃণমূল কংগ্রেস ৫১
advertisement
ঝাড়গ্রাম -জেলা পরিষদ ১৬
তৃণমূল কংগ্রেস ১৩ বিজেপি ৩
পঞ্চায়েত সমিতি ৮
তৃণমূল কংগ্রেস ৬ বিজেপি ২
গ্রাম পঞ্চায়েত ৭৯
তৃণমূল কংগ্রেস ৪২ বিজেপি ২৫ অন্যান্য ১২
ঝাড়গ্রামের চার বিধানসভা আসনেই জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এই লোকসভা আসন বিজেপির দখলে।পশ্চিম মেদিনীপুরে ১৪ বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের। বিজেপির দখলে মাত্র ২। এই জেলায় এক লোকসভা আসন বিজেপির দখলে। সেখানে সাংসদ দিলীপ ঘোষ, একটা তৃণমূলের। সাংসদ অভিনেতা দেব।
আরও পড়ুন: শান্তিকুঞ্জের দুয়ারে গানের আসর, শিশিরকে পিতৃতুল্য বলে শুভেন্দু-বন্দনা বিধায়কের!
পূর্ব মেদিনীপুর জেলায় জোর টক্কর। সেখানে বিজেপির ৭ আসন ও তৃণমূলের ৯ বিধানসভা আসন। এই জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে দুই সাংসদ থাকলেও তারা কার্যত বিজেপি শিবিরের।
আরও পড়ুন: ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে সরব বিরোধীরা, চক্রান্ত দেখছে তৃণমূল!
এই অবস্থায় কাঁথিতে অভিষেকের জনসভার মাধ্যমে অবিভক্ত মেদিনীপুরে ভোটের প্রস্তুতি শুরু করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু যে ফ্যাক্টর নয় তা বোঝাতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল। রাজনৈতিক মহলের বক্তব্য, ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে অবিভক্ত মেদিনীপুরের দায়িত্ব সামলেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম জেলা জুড়ে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা দায়িত্বে থাকলেও, নীচু তলায় গিয়ে কাজ সেরেছেন শুভেন্দুই। শুভেন্দু দল ছাড়ার পরে এই প্রথম হতে চলেছে গ্রাম দখলের লড়াই৷ সেখানেই তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাঙ্ক অটুট রাখতে মরিয়া৷