TRENDING:

Tmc | Suvendu Adhikari: শুভেন্দু ছাড়াই সব সম্ভব, প্রমাণে মরিয়া তৃণমূল! তৃণমূলের চ্যালেঞ্জ অবিভক্ত মেদিনীপুর

Last Updated:

Tmc | Suvendu Adhikari: পঞ্চায়েতের মধ্যে দিয়ে লোকসভার অ্যাসিড টেস্ট করাচ্ছে তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুভেন্দু ছাড়াই অবিভক্ত মেদিনীপুর তৃণমূলের। প্রমাণে মরিয়া তৃণমূল কংগ্রেস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাই তৎপরতা শুরু শাসক দলের। পূর্ব মেদিনীপুর জেলায় যেমন বিশেষ দায়িত্ব দেওয়া আছে কুণাল ঘোষকে। আগামী সময়ে বাকি দুই জেলাতেও নজরদারি চালাবে দল। ব্লক স্তরে গোষ্ঠী সংগঠনে ঝাঁকুনি দিচ্ছে দল। পঞ্চায়েতের মধ্যে দিয়ে লোকসভার অ্যাসিড টেস্ট করাচ্ছে তৃণমূল কংগ্রেস।
শুভেন্দুকে ছাড়াই প্রমাণে মরিয়া তৃণমূল
শুভেন্দুকে ছাড়াই প্রমাণে মরিয়া তৃণমূল
advertisement

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ৬০

তৃণমূল কংগ্রেস ৬০ অন্যান্য ০

পঞ্চায়েত সমিতি ২৫

তৃণমূল কংগ্রেস ২৫অন্যান্য ০

গ্রাম পঞ্চায়েত ২২৩

তৃণমূল কংগ্রেস ২২৩অন্যান্য ০

পশ্চিম মেদিনীপুর -গ্রাম পঞ্চায়েত ২১১

তৃণমূল কংগ্রেস ১৮৩ বিজেপি ২১ অন্যান্য ৭

পঞ্চায়েত সমিতি ২১

তৃণমূল কংগ্রেস ২০ বিজেপি ১

জেলা পরিষদ ৫১

তৃণমূল কংগ্রেস ৫১

advertisement

ঝাড়গ্রাম -জেলা পরিষদ ১৬

তৃণমূল কংগ্রেস ১৩ বিজেপি ৩

পঞ্চায়েত সমিতি ৮

তৃণমূল কংগ্রেস ৬ বিজেপি ২

গ্রাম পঞ্চায়েত ৭৯

তৃণমূল কংগ্রেস ৪২ বিজেপি ২৫ অন্যান্য ১২

ঝাড়গ্রামের চার বিধানসভা আসনেই জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এই লোকসভা আসন বিজেপির দখলে।পশ্চিম মেদিনীপুরে ১৪ বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের। বিজেপির দখলে মাত্র ২। এই জেলায় এক লোকসভা আসন বিজেপির দখলে। সেখানে সাংসদ দিলীপ ঘোষ,  একটা তৃণমূলের। সাংসদ অভিনেতা দেব।

advertisement

আরও পড়ুন: শান্তিকুঞ্জের দুয়ারে গানের আসর, শিশিরকে পিতৃতুল্য বলে শুভেন্দু-বন্দনা বিধায়কের!

পূর্ব মেদিনীপুর জেলায় জোর টক্কর। সেখানে বিজেপির ৭ আসন ও তৃণমূলের ৯ বিধানসভা আসন। এই জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে দুই সাংসদ থাকলেও তারা কার্যত বিজেপি শিবিরের।

আরও পড়ুন: ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে সরব বিরোধীরা, চক্রান্ত দেখছে তৃণমূল!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

এই অবস্থায় কাঁথিতে অভিষেকের জনসভার মাধ্যমে অবিভক্ত মেদিনীপুরে ভোটের প্রস্তুতি শুরু করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু যে ফ্যাক্টর নয় তা বোঝাতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল। রাজনৈতিক মহলের বক্তব্য, ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে অবিভক্ত মেদিনীপুরের দায়িত্ব সামলেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম জেলা জুড়ে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা দায়িত্বে থাকলেও, নীচু তলায় গিয়ে কাজ সেরেছেন শুভেন্দুই। শুভেন্দু দল ছাড়ার পরে এই প্রথম হতে চলেছে গ্রাম দখলের লড়াই৷ সেখানেই তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাঙ্ক অটুট রাখতে মরিয়া৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tmc | Suvendu Adhikari: শুভেন্দু ছাড়াই সব সম্ভব, প্রমাণে মরিয়া তৃণমূল! তৃণমূলের চ্যালেঞ্জ অবিভক্ত মেদিনীপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল