TRENDING:

খাতায় সই করে আসা যাওয়া, বিধায়কদের ফাঁকিবাজি রুখতে বিধানসভায় কড়া তৃণমূল

Last Updated:

বিধানসভায় অধিবেশন চলাকালীন শাসক দলের বিধায়কদের উপস্থিতি নিয়ে বার বারই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যখন খুশি আসা যাওয়ায় ইতি৷ এবার বিধানসভায় বিধায়কদের জন্য রীতিমতো হাজিরা খাতা চালু করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তাই এবার থেকে বিধানসভায় এসে খাতায় সই করতে হবে তৃণমূল বিধায়কদের৷ বেরনোর সময়েও খাতায় সই করেই বিধানসভায় ছাড়তে হবে শাসক দলের বিধায়কদের৷
বিধানসভায় দলীয় বিধায়কদের উপস্থিতি নিয়ে কড়া তৃণমূল৷
বিধানসভায় দলীয় বিধায়কদের উপস্থিতি নিয়ে কড়া তৃণমূল৷
advertisement

বিধানসভায় অধিবেশন চলাকালীন শাসক দলের বিধায়কদের উপস্থিতি নিয়ে বার বারই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অধিবেশনে শাসক দলের অনেক বিধায়কই উপস্থিত থাকেন না বলে অভিযোগ দীর্ঘদিন৷ এমন কি, গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে ভোটাভুটির সময়েও দেখা মেলে না অনেক বিধায়কের৷ আবার অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, অধিবেশন চলাকালীন দলকে না জানিয়েই বিদেশে অথবা দেশের মধ্যেই কোথাও বেড়াতে চলে গিয়েছেন কোনও কোনও বিধায়ক৷

advertisement

আরও পড়ুন: সন্ধের আগে সুড়ঙ্গ খোলার কোনও সম্ভাবনা নেই, পাইপে ৪১ শ্রমিকের কাছে পৌঁছল সকালের খাবার

দলের বিধায়কদের বিধানসভায় উপস্থিতির হার বাড়াতেই এবার তাই কড়া হল শাসক দল৷ এবার থেকে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী এবং চিফ হুইপের ঘরে রাখা থাকবে হাজিরা খাতা৷ সেখানে গিয়ে সই করে আসতে হবে বিধায়কদের৷ বিধানসভা ছাড়বার সময়ও একই ভাবে খাতায় সই করতে হবে৷ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজেই এ দিন এ কথা জানিয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আজও বিধানসভায় এসে খাতায় সই করতে হয়েছে শাসক দলের বিধায়কদের৷ ফলে কোন বিধায়ক কখন আসছেন, কতক্ষণ বিধানসভায় থাকছেন, তা সহজেই নজরে রাখতে পারবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
খাতায় সই করে আসা যাওয়া, বিধায়কদের ফাঁকিবাজি রুখতে বিধানসভায় কড়া তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল