মঙ্গলবারই সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একদিকে তৃণমূলের শীর্ষ নেতা-নেত্রীরা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন, তখন অন্যদিকে তৃণমূলের কর্মী-সমর্থকদের প্রতিবাদে অবরুদ্ধ রাজ্যের বিভিন্ন এলাকা ৷
কোচবিহার, আলিপুরদুয়ার, সিঙ্গুর ও ডানকুনিতে ট্রেন আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা ৷ রেল অবরোধে হাওড়া ও শিয়ালদহ পূর্ব ও মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত ৷ আলিপুরদুয়ারেও রেল অবরোধের ফলে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ ৷
advertisement
বাংলা–ঝাড়খণ্ড সীমান্ত বরাবর আসানসোলে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। অবরুদ্ধ ২নং জাতীয় সড়ক ৷ টায়ার পুড়িয়ে বহুক্ষণ রাস্তা আটকে চলে বিক্ষোভ।
পূর্ব মেদিনীপুর
ওড়িশা সীমানায় উদয়পুর কাছে রাস্তা অবরোধ করে রেখেছে শাসক দলের সমর্থক ও কর্মীরা ৷ এর জেরে দিঘা-ওড়িশা রোডে যান চলাচল বন্ধ ৷
মালদহ
মালদহের ফোয়ারা মোড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূলের
কলকাতা
আলিপুরে তৃণমূলের রাস্তা অবরোধ ৷ গোপালনগরে অবরোধে প্রতাপ সাহা ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদে কাঁকুড়গাছিতে রেল লাইন অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা ৷
কোচবিহার
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদে ঘুঘুমারিতে রেল অবরোধ তৃণমূলের ৷ আটকে প দিনহাটা-শিলিগুড়ি ডেমু প্যাসেঞ্জার
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদ বারাসতে মিছিল বের করে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতা কর্মীরা ৷ মিছিলের জেরে যানজট এলাকায় ৷
টিটাগড়
সাংসদের গ্রেফতারির প্রতিবাদে টিটাগড়ে বিটি রোড অবরোধ করে তৃণমূল কংগ্রেস ৷
ক্যানিং
ক্যানিংয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি-র কার্যালয় হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ ৷এলাকায় ছড়ায় উত্তেজনা ৷
সোদপুর
সোদপুর ট্রাফিক মোড়ে তৃণমূলের বিক্ষোভ ৷ মোদির কুশপুতুল দাহ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখান শাসকদলের কর্মী সমর্থকরা ৷
খড়গপুর
ডেবরার বসন্তপুরে ৬ নং জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন তৃণমূলের জেলার কর্মীরা ৷
নদিয়া
চাকদহে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা ৷
পশ্চিম মেদিনীপুর
সুদীপের গ্রেফতারির প্রতিবাদে দাঁতনে ঘোলাই মোড়ে ৬০নং জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের
হুগলি
চাঁপাডাঙা ও পিয়াসারায় তৃণমূলের অবরোধ ৷ তারকেশ্বর-আরামবাগ ও পিয়াসারা রোডও আটকে রেখেছে দলীয় কর্মী সমর্থকেরা ৷ আটকে বহু গাড়ি ৷
উঃদিনাজপুর
সুদীপের গ্রেফতারির প্রতিবাদে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় ৩১নং জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের ৷
হলদিয়া
হলদিয়ায় ৪১নং জাতীয় সড়কেও অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন