গত বেশ কিছু দিন ধরে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন কুণাল ঘোষ৷ তাঁর সঙ্গে সরব হয়েছিলেন তাপস রায়ও৷ দলকে বিড়ম্বনায় ফেলে সুদীপের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হওয়ার জন্যই এ দিন কুণালকে শো কজ করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷ এ দিন সকালে কুণাল যখন তাপস রায়ের বাড়িতে ছিলেন, সেই সময়ই তাঁর কাছে ওই নোটিস এসে পৌঁছয়৷ কুণাল অবশ্য জানিয়েছেন, শো কজ নোটিসে কী বলা হয়েছে না দেখে তিনি উত্তর দেবেন না৷
advertisement
আরও পড়ুন: কেন তৃণমূল ছাড়লেন? মমতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক তাপস
কুণালকে শো কজের কথা এ দিন সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন তাপস রায়ই৷ কুণালের পরিণতিকে উদাহরণ করেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি৷ কটাক্ষের সুরে তাপস বলেন, ‘কুণাল আমার বাড়িতে এল আমাকে বোঝানোর জন্য, যাতে আমি দল না ছাড়ি৷ আর তখনই ওর কাছে সুব্রত বক্সির শো কজ নোটিস আসল৷ এটাই তো দল৷ এখানে যাঁদের সাসপেন্ড, শো কজ, বহিষ্কার করার কথা, তাঁরা বহাল তবিয়তে থাকেন৷’
এ দিন অবশ্য কুণাল -ব্রাত্যর অনুরোধ সত্ত্বেও দল ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি তাপস রায়৷ এমন কি, বরানগরের বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি৷