পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারি, তার পর একের পর তৃণমূল নেতার নাম শিক্ষক নিয়োগের দূর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া, পরেশ অধিকারী, মানিক ভট্টাচার্য থেকে সকলেই দলেরই অংশ। অন্য় দিকে গরু-পাচার মামলায় জেলের মধ্য়ে রয়েছেন অনুব্রত মণ্ডল, সেখানেও তৃণমূলের বিভিন্ন স্তরের মানুষের নাম উঠে আসছে। সেই নিয়েই সংবাদ মাধ্য়মের সামনে একরাশ ক্ষোভ উগরে দেন জহর সরকার। তিনি সংবাদমাধ্য়মে বলেন, শরীরের একদিকে পচা অংশ নিয়ে ২০২৪ সালের নির্বাচন লড়াই কার মুশকিল। এ ছাড়া পার্থ চট্টোপাধ্য়ায়কে তিনি বলেন, আমি তো টিবিতে দেখে বিশ্বাস করতে পারছিলাম না। তিনি কার সঙ্গে ঘনিষ্ঠ, তা নিয়ে আমি কী বলব। কিন্তু দুর্নীতির টাকা দিয়ে তাঁকে অলঙ্কৃত করা, দেখলে গা শিরশির করে।
advertisement
আরও পড়ুন: সবচেয়ে 'নিরাপদ' শহর কলকাতা! মহিলাদের জন্য ১৯ টি শহরের মধ্যে তিলোত্তমাই সেরা...
আরও পড়ুন: কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সুকন্যা! সরকারি তথ্যেই অনুব্রত কন্যার নামে ১২০ কাঠা জমি
সেই ঘটনার উত্তরেই সৌগত রায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্যামেরার সামনে। তিনি বলেন, আমি কখনও জহর সরকারকে তৃণমূলের মিছিলে হাঁটতে দেখিনি। ওঁকে রাজ্য়সভার সাংসদ করেছিল দল। আর তিনিই প্রকাশ্য়ে দলবিরোধী কথা বলে দিলেন। মনে হয় এমন স্বার্থপর লোককে সাংসদ করা উচিত নয়। এক বছরের মধ্যে তিনি ওঁর রূপ বুঝিয়ে দিলেন।