Kolkata News|| Safest City: সবচেয়ে 'নিরাপদ' শহর কলকাতা! মহিলাদের জন্য ১৯ টি শহরের মধ্যে তিলোত্তমাই সেরা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kolkata News|| Safest City: ২০২১ সালে 'সিটি অফ জয়' মাত্র ১১ টি ধর্ষণের অভিযোগ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) প্রকাশিত রিপোর্ট বলছে, মহিলাদের জন্য সর্বাধিক সুরক্ষিত শহরগুলির মধ্যে অন্যতম কলকাতা।
#কলকাতা: মহিলা সুরক্ষায় অন্যতম নিরাপদ শহর কলকাতা, 'অনিরাপদের' শহরের তালিকায় শীর্ষে দিল্লি। সুরক্ষিত শহরের তালিকা বলছে, ভারতের ১৯টি বড় শহর বা মেট্রোপলিটন শহরের মধ্যে কলকাতাই মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ। এই শহরে ধর্ষণের রিপোর্টের পরিমাণ সবচেয়ে কম। এমনই বলছে National Crime Records Bureau (NCRB)-র সাম্প্রতিকতম সমীক্ষা।
২০২১ সালে 'সিটি অফ জয়' মাত্র ১১ টি ধর্ষণের অভিযোগ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) প্রকাশিত রিপোর্ট বলছে, মহিলাদের জন্য সর্বাধিক সুরক্ষিত শহরগুলির মধ্যে অন্যতম কলকাতা। সেখানে দিল্লিতে দেশের মেট্রোপলিটন শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় রিপোর্ট হয়েছে ধর্ষণের ঘটনা। ২০২১ সালে দিল্লিতে এমন ঘটনার সংখ্যা ১২২৬টি।
advertisement
advertisement
মহিলাদের জন্য দেশের সবচেয়ে বিপজ্জনক তিন মেট্রোপলিটন শহরের তালিকায় দিল্লি ছাড়া অন্য যে দু’টি শহর রয়েছে, সেগুলি হল জয়পুর (৫০২টি ধর্ষণের ঘটনা) এবং মুম্বই (৩৬৪টি ধর্ষণের ঘটনা)। কলকাতার কাছাকাছি নিরাপদ শহরগুলির মধ্যে রয়েছে কোয়েম্বাতোর (১২টি ধর্ষণের ঘটনা) এবং পাটনা (৩০টি ধর্ষণের ঘটনা)।
এই তালিকায় ভারতের প্রায় প্রতি বড় শহরই রয়েছে। এর মধ্যে রয়েছে ইন্দোর (১৬৫টি ধর্ষণের ঘটনা), বেঙ্গালুরু (১১৭টি ধর্ষণের ঘটনা), হায়দরাবাদ (১১৬টি ধর্ষণের ঘটনা) এবং নাগপুর (১১৫টি ধর্ষণের ঘটনা)। National Crime Records Bureau (NCRB)-র রিপোর্ট বলছে, ১৯টি মেট্রোপলিটন শহর মিলিয়ে ২০২১ সালে ভারতে ৩২০৮টি ধর্ষণের ঘটনার রিপোর্ট হয়েছে।
advertisement
খবরটি ট্যুইটারে শেয়ার করে শাসকদল তৃণমূল কংগ্রেস পোস্টে লেখে, এনসিআরবি রিপোর্ট বলছে এই নিয়ে টানা দ্বিতীয়বার কলকাতা হল দেশের সবথেকে নিরাপদ শহর। এটি কেবল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কারণেই সম্ভব হয়েছে। মমতা প্রশাসনের কঠোর পর্যবেক্ষণ এবং আমাদের পুলিশ কর্মীদের অক্লান্ত পরিশ্রম এই শহরকে শীর্ষে এনে দিয়েছে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে প্রধানমন্ত্রীর।
advertisement
NCRB data shows that Kolkata is the nation's SAFEST CITY, second year in a row.
This was only possible owing to @MamataOfficial's strict monitoring and the tireless efforts of our police personnel. The PM has LOTS TO LEARN from the only sitting woman CM!https://t.co/bOROAvGdqa — All India Trinamool Congress (@AITCofficial) August 30, 2022
advertisement
তবে এই প্রথম নয়। কলকাতা এর আগেও প্রত্যেক বছরেই মহিলাদের নিরাপত্তার নিরিখে ভারতের অন্য বড় শহরগুলির তুলনায় এগিয়ে ছিল। ২০২১ সালে এই শহরের ১১টি ধর্ষণের ঘটনার রিপোর্ট করা হয়। ২০১৯ সালে ১৪টি। ২০২১ সালে এই শহরে ধর্ষণের প্রচেষ্টার একটিও রিপোর্ট হয়নি। সব মিলিয়ে কলকাতার অপরাধের সংখ্যাই গত ৭ বছরে একটু একটু করে কমেছে। এমনই বলা হয়েছে রিপোর্টে।
advertisement
২০২১ সালে নথিবদ্ধ হওয়া অপরাধের সংখ্যা ১৪৫৯১, ২০২০ সালে তা ছিল ১৮২৭৭, ২০১৪ সালে সেটিই ছিল ২৬১৬১। এ প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছেন, সাধারণ মানুষের সমর্থন এবং কলকাতার পুলিশকর্মীদের দক্ষতা আর পরিশ্রমের কারণেই আজ এই ঘটনা ঘটেছে। খুন বা খুনের চেষ্টার মতো অপরাধও কলকাতায় বেশ কম। ২০২১ সালে এই দুই অপরাধের সংখ্যা যথাক্রমে ৪৫ এবং ১৩৫। ২০১৮ সালে এটিই ছিল ৫৩ এবং ১২১। মুক্তিপনের দাবিতে অপহরণের সংখ্যা ২০২১ সালে ১০টি। যা দিল্লি (১৭টি) এবং চেন্নাই (১৬টি)-এর তুলনায় কম। National Crime Records Bureau (NCRB)-র রিপোর্ট অনুযায়ী ভারতে গত বছরে ৩১৬৭৭টি ধর্ষণের ঘটনার রিপোর্ট হয়েছে। আক্রান্তর সংখ্যা ৩১৮৭৮। এমনই জানানো হয়েছে সংবাদমাধ্যমকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 2:54 PM IST