তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বদলে গেল তৃণমূলের প্রস্তাবিত কর্মসূচি। গত ৫ অগস্টের বদলে কর্মসূচি বদলে গেল আজ ৬ তারিখে। আজ রবিবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬’টা অবধি এই অবস্থান, বিক্ষোভ, কর্মসূচি চলবে। তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম জানিয়েছেন, আজ রবিবার ৬ তারিখ, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গোটা রাজ্যে এই কর্মসূচি হবে। এই কর্মসূচি কলকাতা শহরেও চলবে। রাজ্যের সমস্ত নেতা-কর্মীদের এই কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ”আমরা রাজনৈতিক দল, আমাদের গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার অধিকার আছে। আমরা তাই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বেলা ১২’টা থেকে সন্ধ্যা ৬’টা পর্যন্ত এই কর্মসূচি করব।”
advertisement
আরও পড়ুন: ‘দলনেত্রীর ছবি সরলে কোনও দাম থাকবে না,’ গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা
প্রসঙ্গত, গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের নিদান দিয়েছিলেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তা সংশোধন করে ব্লকে ব্লকে প্রতীকী কর্মসূচি গ্রহণ করতে বলেন। রাজ্যের শাসক দলের বক্তব্য, তাদের কর্মসূচির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাদের তরফে কারও বাড়ি ঘেরাওয়ের পরিকল্পনা ছিল না।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত ৫ তারিখের এই কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: খেতেও চাইছেন না খুব একটা! সুস্থ হলেও অনেকটাই দুর্বল এখন বুদ্ধবাবু
যদিও একাধিক নেতা ওই দিন রাজনৈতিক কর্মসূচি পালনে স্থির ছিলেন। তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলে৷ তার জেরেই কর্মসূচির দিন বদল। আজ রবিবার এই কর্মসূচি অবশ্য কলকাতাতেও পালন করা হবে।কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে ইতিমধ্যেই দিল্লি চলোর ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ২ অক্টোবর দিল্লিতেও এই কর্মসূচি পালন করা হবে। তার আগে গোটা রাজ্যে আজকে প্রতীকী অবস্থান পালন করতে চলেছে বাংলার শাসক দল। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সরগরম হতে চলেছে রাজ্য।