TRENDING:

TMC: ভুয়ো জব কার্ড সংখ্যা বেশি বিজেপি শাসিত রাজ্যেই, কেন্দ্রের পরিসংখ্যান হাতে নিয়েই বঞ্চনা ইস্যুতে আক্রমণে তৃণমূল !

Last Updated:

সংসদে খোদ কেন্দ্রের পেশ করা তথ্যেই দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভুয়ো জব কার্ডের ছড়াছড়ি। এখানেও এগিয়ে যোগীরাজ্য উত্তর প্রদেশ। বাংলাকে বদনাম করা হচ্ছে, অথচ গেরুয়া রাজ্যের বিপুল অনিয়ম নিয়ে নীরব মোদি সরকার! আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপি রাজ্যগুলিতে বিপুল অনিয়ম হলেও সেখানে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখেনি কেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: রাজ্যে বন্ধ ১০০ দিনের কাজ। দুর্নীতি ইস্যুতে রাজ্যকে প্রতিদিন আক্রমণ কেন্দ্রের। অথচ কেন্দ্রের দেওয়া তথ্য বলছে ‘ভুয়ো জব কার্ড’ সংখ্যা বেশি বিজেপি শাসিত রাজ্যেই। কেন্দ্রের পরিসংখ্যানকে কাজে লাগিয়ে তৃণমূলের পাল্টা রাজনৈতিক আক্রমণ, বাংলার বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালানোর পাশাপাশি মনরেগায় গরিবের ন্যায্য মজুরি আটকে রাজ্যকে ভাতে মারার চেষ্টা। অথচ সংসদে খোদ কেন্দ্রের পেশ করা তথ্যেই দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভুয়ো জব কার্ডের ছড়াছড়ি। এখানেও এগিয়ে যোগীরাজ্য উত্তর প্রদেশ। বাংলাকে বদনাম করা হচ্ছে, অথচ গেরুয়া রাজ্যের বিপুল অনিয়ম নিয়ে নীরব মোদি সরকার! আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপি রাজ্যগুলিতে বিপুল অনিয়ম হলেও সেখানে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখেনি কেন্দ্র।
কেন্দ্রের পরিসংখ্যান হাতে নিয়েই বঞ্চনা ইস্যুতে আক্রমণে তৃণমূল !
কেন্দ্রের পরিসংখ্যান হাতে নিয়েই বঞ্চনা ইস্যুতে আক্রমণে তৃণমূল !
advertisement

আরও পড়ুন– সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঝড়-বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণের অধিকাংশ জেলায়

লোকসভায় ভুয়ো জব কার্ডের সংখ্যা জানতে চেয়ে তৃণমূল সাংসদ মালা রায় যে প্রশ্ন করেছিলেন তার লিখিত জবাবে কেন্দ্রীয় সরকার যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা গিয়েছে বিজেপির উত্তরপ্রদেশই ভুয়ো জব কার্ডের নিরিখে সবচেয়ে এগিয়ে। গত ৩টি আর্থিক বছরে বাতিল হওয়া ভুয়ো জব কার্ডের সংখ্যা গোটা দেশে মোট ১১ লক্ষ ৭ হাজার ৮১৪। এরমধ্যে শুধুমাত্র উত্তর প্রদেশেই বাতিল করতে হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ১৭২টি ভুয়ো জব কার্ড। এনডিএ শাসিত বিহারে বাতিল হয়েছে ১ লক্ষ ৭ হাজার ৪৯৪টি ভুয়ো জব কার্ড। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ডের পরিমাণ আলোচ্য ৩ বছরে মাত্র ৫ হাজার ৯৮৪। এরপরেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধুমাত্র বাংলার শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদি সরকার।

advertisement

আরও পড়ুন– সিনেমার নায়িকার চেয়ে কম কিছু নন, ৫৬ বছর বয়সেও সবার চোখ ধাঁধিয়ে দিচ্ছেন আহান পান্ডের মা ডিয়ান !

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সংসদে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পেশ করা তথ্যেই দেখা গিয়েছে বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান-সহ বহু বিজেপি রাজ্যে জব কার্ড বাতিলের সংখ্যা বাংলার চেয়ে অনেক বেশি। মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, দুর্নীতি ও অনিয়মের প্রমাণ থাকা সত্ত্বেও বিজেপি রাজ্যগুলিতে মনরেগার কাজ চলছে, অথচ বাংলায় ২০২২-২৩ অর্থবর্ষ থেকেই আর্থিক বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রশ্ন, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেও আদালতের নির্দেশ উপেক্ষা করে কোন সাহসে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র?

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: ভুয়ো জব কার্ড সংখ্যা বেশি বিজেপি শাসিত রাজ্যেই, কেন্দ্রের পরিসংখ্যান হাতে নিয়েই বঞ্চনা ইস্যুতে আক্রমণে তৃণমূল !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল