আরও পড়ুন- "দেশের দুর্ভাগ্য যে...." অগ্নিপথ বিক্ষোভের মধ্যে এই প্রথম মন্তব্য নরেন্দ্র মোদির
রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ, এর আগে যে বৈঠক হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কিন্তু এবারের বৈঠকে তৃণমূলের সুপ্রিমোর অনুপস্থিতি ব্যুমেরাং হয়ে দেখা দিতে পারত তৃণমূলের। বিজেপি বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বাসের ভিত দুর্বল হয়ে যেত। কংগ্রেস সহ একাধিক বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদতে বিজেপিকে মদত জোগানোর অভিযোগ তুললেও সেই বার্তাকে ভুল প্রমাণ করতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন এই বৈঠকে।
advertisement
আরও পড়ুন- Happy Father's Day 2022: ভারতীয় রাজনীতিতে দাপিয়েছেন কোন বাবা-সন্তান জুটিরা?
বিরোধীদের তরফে কে দেশের আগামী রাষ্ট্রপতি প্রার্থী হবেন সেই নিয়ে এখনই নিশ্চিত করে কোনও সূত্র মারফতই খবর মেলেনি। শরদ পাওয়ারের নাম নিয়ে গুঞ্জন উঠলেও তিনি পরে জানিয়ে দেন, সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকতেই স্বচ্ছন্দ্য তিনি। এমনকি জম্মু কাশ্মীরের নেতা ফারুক আবদুল্লাও জানিয়েছেন জম্মু কাশ্মীরের এহেন টালমাটাল পরিস্থিতিতে রাজনীতিতে সক্রিয় ভাবে তাঁর অংশগ্রহণ দরকার। ফলে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হতে চলেছেন তা জানতে আপাতত মঙ্গলবারের বিরোধী দলীয় বৈঠকের দিকেই চোখ দেশের রাজনৈতিক মহলের।