TRENDING:

রাজনীতি থেকে অবসর নেবেন মদন মিত্র? তৃণমূল বিধায়কের মন্তব্যে তোলপাড় বাংলা

Last Updated:

Madan Mitra: মদন মিত্রের সংযোজন, ''বয়সের ভার হয়ে যাচ্ছে। ৮০ কেজি ওজন। আর নয়। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তাপস রায়ের পর এবার মদন মিত্র! রাজনীতি থেকে অবসর নিতে চান কামারহাটির তৃণমূল বিধায়ক? জল্পনা উসকে দিলেন খোদ মদন মিত্র'ই। ২০২৬ সালের পর আর রাজনীতি করার ইচ্ছে নেই বলেই প্রকারান্তরে বুঝিয়ে দিলেন মদনবাবু। ঠিক কী বলেছেন তিনি? এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, ''২০২৬ পর্যন্ত এমএলএ আছি। তারপর ভাবতে হবে, আর ভোটে দাঁড়াব কিনা, সবাইকেই ভাবতে হবে। এখন যখন বিধানসভায় যাই, অনেকে বলেন ১১ বারের বিধায়ক। মেসি কখনও বলবে না, ১১টা বিশ্বকাপ খেলেছি। তাই সকলকেই ভাবতে হবে।''
অবসরের পথে মদন?
অবসরের পথে মদন?
advertisement

এখানেই শেষ নয়, মদনের সংযোজন, ''বয়সের ভার হয়ে যাচ্ছে। ৮০ কেজি ওজন। আর নয়। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে।'' জনপ্রিয় গানের লাইন যুক্ত করে মদন বলেন, ''যেটা ছিল না, ছিল না, সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন।'' মদন মিত্রের এই মন্তব্যের পরই তুঙ্গে উঠেছে জল্পনা।

আরও পড়ুন: 'সিবিআই তদন্তে খুশি নই', কোন ঘটনায়? ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

advertisement

প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল বিধায়ক তাপস রায়ও এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি মন্তব্য করেছিলেন, রাজনীতিতে সব দলেরই উচিত বয়সসীমা বেঁধে দেওয়া। তার বক্তব্য একটি নির্দিষ্ট বয়সের পর রাজনীতি ছেড়ে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া উচিত। তার এই মন্তব্যের পরেই এখন জোর চর্চা শুরু হয়েছিল। এবার সেই তালিকায় নতুন সংযোজন মদন মিত্র।

আরও পড়ুন: গরম থেকে রেহাই দিতে এবার বৃষ্টি জেলায় জেলায়, সঙ্গে ঝোড়ো হাওয়া! এবার ভাসবে পুজোও!

advertisement

যদিও অনেকেই মনে করছেন কোথাও একটা অভিমান তৈরি হয়েছে তাপস রায়ের। তবে, তাপস রায় সেই কথা মানতে রাজি নন ৷ তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘‘আমি যেটা বলছি, দুটি কথাই আমার ব্যক্তিগত মতামত। আমি সেটা পালন করব। আমি রাজনীতিতে আপার এজ লিমিট থাকা উচিত বলে মনে করি। আমি সেটা পালন করব। কারণ আমরা নব প্রজন্মকে স্বাগত জানাব আর নিজেরা জায়গা ধরে রাখব এটা হয় না। তাহলে নিউ জেনারেশন সামনে আসবে কি করে? এটা আমার অনুভূতির কথা।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তিনি জানিয়েছেন, ‘‘আমি রাজনীতি ছাড়ব ঠিক সময়। আমি বারবার বলেছি গাওস্কর হওয়া উচিত। সাধারণ আলাপচারিতায় গাভাস্করের উদাহরণ দিয়েছি। ব্যাটে রান থাকতে থাকতে ক্রিজ ছেড়ে দেওয়া উচিত। না হলে সিলেক্টরদের কোপে পড়তে হতে পারে। বয়স একটা ফ্যাক্টর, শরীর একটা ফ্যাক্টর। শরীর সাথ না দিলে কি উচিৎ পড়ে থাকা ? সব দলের উচিৎ বয়স সীমা বেঁধে দেওয়া। নিজেরও উচিৎ রেহাই দেওয়া। আমাদেরও উচিৎ দল বলার আগেই রেহাই দেওয়া। আমি কারও নাম করে বলছি না। আমি সাধারণ কথা বলছি। ব্যতিক্রম থাকতে পারে। নিজের মান সম্মানের কথা বলেও এটা করা উচিত। এতে দলের ভাল হয়।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজনীতি থেকে অবসর নেবেন মদন মিত্র? তৃণমূল বিধায়কের মন্তব্যে তোলপাড় বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল