পারফরম্যান্স শেষ কথা। লোকসভার আগে তাই সক্রিয় নেতাদের বাড়তি দায়িত্ব। ভোটের মুখে দলের ব্লকস্তরে একগুচ্ছ সাংগঠনিক রদবদল করতে পারে তৃণমূল কংগ্রেস। তবে একই লক্ষ্যে নীচেরতলায় পরিবর্তনের কাজ মসৃণ ভাবে করতে চাইছেন দলীয় নেতৃত্ব। দলীয় সূ্ত্রে খবর, নির্বাচনের কথা মাথায় রেখে যত দ্রুত সম্ভব ব্লক স্তরে সাংগঠনিক রদবদলের কাজ সেরে ফেলতে চাইলেও এই পরিস্থিতিতে তা পারফরম্যান্স দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: রাতেই সেলে ছুটলেন ডাক্তাররা, জেলে কী হল জ্যোতিপ্রিয় মল্লিকের? মিলছে বড় খবর
তাই প্রত্যেকটি তালিকা ধরেই সংশ্লিষ্ট জেলা, ব্লকের নেতৃত্ব এবং স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলছেন দলের রাজ্য নেতৃত্ব।ইতিমধ্যেই প্রায় সব জেলা থেকেই প্রস্তাবিত সেই তালিকা জমা পড়েছে। তবে তা নিয়ে জেলা ও ব্লক স্তরে মতপার্থক্যের আঁচও টের পেয়েছেন রাজ্য নেতৃত্ব।সূত্রের খবর, যে সব জায়গায় সভাপতির ভাবমূর্তি বা সক্রিয়তা নিয়ে সমস্যা আছে, সেখানে বদল করতে হবে। দল সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে প্রয়োজন মতো সেই সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: জেলে আজব দাবি তুললেন জ্যোতিপ্রিয় মল্লিক! হঠাৎ মুখে প্রভাবশালী মন্ত্রীর নাম! কে তিনি?
তৃণমূলের ব্লক সভাপতি পদে রদবদলে একাধিক নাম আসছে দলের কাছে। সাংগঠনিক রদবদলের প্রক্রিয়ায় নতুন ব্লক সভাপতি বাছাই প্রক্রিয়ায় দাবিদারদের পারফরম্যান্স যাচাই করছে তৃণমূল কংগ্রেস। জেলা থেকে আসা তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যাঁদের ভাবমূর্তি নিয়ে সংশয়ের কথা আগেই দলকে জানিয়ে রেখেছে তৃণমূলের বিশেষ টিম।পারফরম্যান্স না থাকলে অনেক পুরনো সংগঠকই বাদ যেতে পারেন। ২০২১ এর বিধানসভা, ২০২২ এর পুরসভা ও ২০২৩ এর পঞ্চায়েত ও দলের কর্মসূচীতে ভূমিকা দেখা হচ্ছে। সংগঠনে যারা গুরুত্ব দিয়ে কাজ করছেন তাদেরকেই দায়িত্ব দিতে তৎপর তৃণমূল কংগ্রেস৷