তিনি আরও বলেন, “সুকান্ত মজুমদার বললেই হবে না। আগে প্রমাণ করুন কী করে হচ্ছে? ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার কৃষককে কৃষকবন্ধু দিচ্ছি। নির্বাচনের লড়াইয়ের স্লোগান দিচ্ছেন উনি। আগে প্রমাণ করুন আমাদের মত পরিকাঠামো কোথায় আছে। একাধিক ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়েছে।”
আরও পড়ুন, ম্যাজিকের মতো কমে যাবে ইলেকট্রিক বিল! ঘরে করুন ছোট্ট এই ৫ বদল, বাঁচবে অনেক খরচ
advertisement
আরও পড়ুন, ছেলেকে দেখার ইচ্ছাপূরণ আর হল না! রেললাইনে মর্মান্তিক কাণ্ড শিক্ষকের সঙ্গে
মন্ত্রীর কথায়, “আমরা বলতে পারি সার যা আলু চাষের জন্য দরকার তা নিয়ে কেন্দ্র রাজনীতি করছে। আমরা জানানোর পরেও সার দিচ্ছে না। সাত লক্ষ মেট্রিক টন দরকার, সেখানে ৭৮ হাজার মেট্রিক টন দিয়েছে। ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম।”
শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, “আমরা ব্যবস্থা নিয়েছি অবশ্য দূর্নীতি রুখতে। কেন্দ্রীয় দল বারবার পাঠাচ্ছে এই রাজ্যে৷ কই ভুয়ো জব কার্ডে বেশি থাকা রাজ্য ইউপিতে যাচ্ছে না? আসলে এই রাজ্যকে ভাতে মারার চেষ্টা করছে। ভোটের পর ভোটে হেরে আরও টাকা আটকাচ্ছে৷ শুধু আমাদের দল নয়, এবার সাধারণ মানুষ গ্রামে গ্রামে গিয়ে প্রতিবাদ করছে।”